পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ১২৯ তাহার সৰ্ব্বনাশ করিবে কি না তাহা তিনি বুঝিতে পারিলেন না । র্তীগব মন অসচ্ছন্দতায় পূর্ণ হইল । গে-লির উপর সম্পূর্ণ নির্ভর করিতে র্তাহার প্রবৃত্তি হইল না । তিনি এই সকল কথা চিন্তা করিতে করিতে এরূপ অন্যমন, হঠলেন যে, দুইজন পথিক কিছু দূরে থাকিয় তাহার অনুসরণ করিতেছিল ইহা তিনি বুঝতে পারিলেন না। তাহারা তাহার পশ্চাতে আসিয়াপড়িলে তিনি তাহাদের পদশব্দ শুনিতে পাইলেন । তিনি পশ্চাতে দৃষ্টিপাত করিয়া তাহাদিগকে দেখিতে পাইলেন । তাহারা উভয়েই দীর্ঘদেহ, কৃশ যুবক । তা চারা তাহার পশ্চাতে আসিয়া স্বদেশীয় ভাষায় অমুচ্চস্বরে কথা বলিলে তাহদের কণ্ঠস্বর তাহার কর্ণগোচর হইল। সেই পথটি প্রশস্ত বলিয়া তাঙ্কার। র্তাহার পথরোধ না করিয়া একটু পাশে সরিয়া দাড়াইল । তিনি তাহাদের উভয়ের পাশ দিয়া অগ্রসর হইলেন । ঠিক সেই মুহূর্তে তাহার মস্তকে প্রচণ্ড বেগে হাতুড়ির একটা ঘা পড়িল ! সেই আঘাতে তিনি জাহুর উপর ভর দিয়া বসিয়া পড়িলেন ; তাহার পর পকেট হইতে পিস্তলট বাহির করিবার পূৰ্ব্বেই তাহার মাথায় পুনৰ্ব্বার হাতুড়ি পড়িল । দ্বিতীয় আঘাত সহ করিতে না পারিয়া তিনি বৃষ্টিধার-সিক্ত পথের উপর মুখ গু জিয়া লুটাইয় পড়িলেন । ( he fell on his face on the wet pavement. ) সেই মুহূৰ্বেই তাহার আততায়ীদ্বয় তাহাকে টানিয়া লষ্টয়া পথিপ্রান্তস্থ একখানি গৃহের দ্বারের ভিতর প্রবেশ করিল । সেই পথে তখন একজনমাত্র পথিক আসিতেছিল ; কিন্তু যে সময় এই দুৰ্ঘটনা ঘটিল—সেই সময় সে তাহাদের প্রায় একশত গজ দূরে ष्ट्रि ब् । আগস্তুক হো-টিং। সে ডি ডিকে আততায়ীদ্বয় কর্তৃক ঐ ভাস্ক আক্রাস্ত হইতে দেখিয়া আলোক-স্তম্ভের আড়ালে আশ্রয় লইল, এবং )