পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У 8 o পীতাতঙ্কের প্রতিকার দলের অন্যতম সহযোগী পুলিশের মহাশত্রু কোয়ানের মৃতদেহটি খুজিয়া বাহির কারবে । — তাহার পর ? দ্বিতীয় চীনাম্যানটি কিছু দূর অগ্রসর হওয়া সেই কক্ষের মধ্যস্থলে উপস্তিত হইল । সেই কক্ষের মেঝের উপর কি একটা জিনিস পড়িয়া ছিল, তাহ চকু-চকু করিতেছিল দেখিয়া সে সেইদিকে দৃষ্টিপাত করিল। ওয়াকারও তীক্ষদৃষ্টিতে সে জিনিসটি লক্ষ্য করিতে লাগিল । হঠাৎ তাহার বুকের ভিতর কঁপিয়া উঠিল ; সে সেই জিনিসটি দেখিয়া বুঝিতে পারিল মেঝের উপর মাদুরনিতি যে অস্তিরণ প্রসারিত ছিল, খোর চীনাম্যানটার ছুরী তাহার উপর নিক্ষিপ্ত হইয়াছিল। আগন্ধক চীনাম্যানটা নিনি মেষ নেত্রে তাহাই দেখিতেছিল। দুই এক মিনিট সেই ছুরীর দিকে বঙ্গ দৃষ্টিতে চাহিয়া থাকিয়৷ চীনাম্যানটা ‘হা: বলিয়া অফুট শব্দ করিল। তাহার পর ছরখানি হস্তগত করিবার জন্ত তাহার উপর ঝুকিয়। পড়িল । ওয়াকার সেই দুর্লভ সুযোগ নষ্ট করিতে পারিল না। সে চক্ষুর নিমেষে পাতলা কম্বলখান। তাহার মাথার উপর নিক্ষেপ করিয়া চিৎকারের পথ রুদ্ধ করিল, তাহার পর তাহার ঘাড়ের উপর লাফাইয়া পড়িয়া দৃঢ় হস্তে তাহার টুটি চাপিয়া ধরিল । সে এরূপ জোরে ধরিল যে, সেই চাপে তাহার হাতের শিলাগুলি দড়ার মত ফুলিয়া উঠিল । এইরূপ নিষ্ঠুর কার্য্যে প্রবৃত্ত হইতে তাহার বিন্দুমাত্র কুণ্ঠ হইল না ; কারণ সে জানিত ধরা পড়িলে তাহার মৃত্যু অপরিহার্য্য। তাহার জীবন ক্ষীণবৃন্তে নির্ভর করিতেছিল । সে যাহাকে সেইভাবে আক্রমণ করিয়। তাহার কণ্ঠরোধ করিয়াছিল তাহাব নিদ্রিত সঙ্গীরা তাহার আর্তনাদে হঠাৎ জাগিয়া উঠিলে ওয়াকারকে তাহাদের সকলের মিলিত আক্রমণে নিহত হইতে হইবে, ইহা সে মুহূৰ্ত্ত মধ্যে বুঝিতে পারিয়াছিল । একদল