পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার NS) করা অনাবশ্যক বলিয়াই আমার মনে হইয়াছিল। এ জন্য আপনার সম্মতি গ্রহণও উচিত বলিয়া মনে করি নাই। ইহা দুই তিন মিনিট পূর্বের ঘটনা । সে যখন আপনার সহিত আলাপ আরম্ভ করিয়াছিল, তাহার পূর্বেই আমি কোন কাযে দুই এক মিনিটের জন্য অন্য কক্ষে গিয়াছিলাম।” মুহূৰ্ত্ত পরে কেরানী জোন্স আসিয়া চাবী দিয়া সেই কক্ষের দ্বার খুলিয়া দিল । সে দ্বার উদঘাটিত করিলে ডি ডি দেখিলেন, তাহার মাথা ফাটিয়া রক্ত পড়িতেছে ! ৬ি ডি বলিলেন, “এ কি ব্যাপার ! কেহ কি তোমার মাথায় আঘাত করিয়াছিল ?” জোন্স বলিল, “হা, প্রায় দুই মিনিট পূৰ্ব্বে ।” তাহার কথা শেষ হইবার সঙ্গে সঙ্গে তাহাদের আফিসের নীচের তলা হইতে যেন বোমা ফাটিবার শব্দের মত একটা শব্দ উঠিল ! ইনস্পেক্টর ওয়াকার চমকিয়া উঠিয়া বলিল, “জোন্স, তুমি কি জিওফ্রি পলের অপরাধ-সংক্রাস্ত কাগজপত্রের ফাইল মহাফেজখানায় ফেরত দিয়া আসিয়াছ ?” জোন্স মাথা নাড়িয়া বলিল, “না মহাশয়, আমি তাহ নীচের তালায় আমাদের দপ্তরখানায় রাখিয়া দিয়াছিলাম ; কারণ আমার মনে হইয়াছিল, হয় ত আপনার ভূহো পুনৰ্ব্বার দেখিতে চাহিবেন । এই ক দ্য আপনাদের কায শেষ হইলে তাহা মহাফেজখানায় ফেরত দেওয়ার ইচ্ছা ছিল ।” ইনস্পেক্টর ওয়াকার জোন্সকে সঙ্গে লইয়া নীচে চলিল। দপ্তরখানায় তখন বিশৃঙ্খলার সীমা ছিল না। সেই কক্ষের কপাট, চৌকাঠের জা হইতে খুলিয়া বাহিরের দিকে ঝুলিতেছিল ! শাশির কাচগুলি