পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার 〉の〉 চীনাম্যানদের আড্ডায় আসিয়া একজন চীনামান ষে তাহাকে অস্ত্র দ্বারা সাহায্য করিল, তাহার আত্মরক্ষার চেষ্টায় সহায়তা করিল, এজন্ত তাহার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হইল। সে বুঝিতে পারিল চীনামানদের দলে এইরূপ লোকও আছে যাহারা গুপ্তহত্যার পক্ষপাতী নহে ; এবং গুপ্তহত্যা দ্বারা দেশের অরাজকতা বৰ্দ্ধিত হয়, শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়, ইহা বুঝিতে পারিয়া পুলিশের অপরিচিত হইলেও তাগদিগকে সাহায্য করিতে কুষ্ঠিত হয়, না । এই ঘটনায় তাহার আশ। হইল শান্তিপ্রিয় ও আইনানুগত চীনাম্যানদের সাহায্যে সে বিপ্লবীদের দমন করিতে পারিবে । তাহাঙ্গ ধারণ হইল চীনাম্যানদের সকলে বিপ্লববাদী নহে, এবং বিপ্লবীরা' গুপ্তহতা দ্বারা সমাজের কি অনিষ্ট করিতেছে তাহ অন্যান্য চীনামান বুঝিতে পারিয়া তাহাদিগকে সাহায্য করবার সঙ্কল্প করিয়াছে । অপরিচিত চীনা যুবকের ব্যবহারই তাহার উজ্জ্বল প্রমাণ । ওয়া কার সেই কক্ষে দাড়াইয়া এই সকল কথা চিন্তা করিতেছিল, সেই সময় অদূরে কাহারও কাহার ৪ কিচ-মিচ, কণ্ঠস্বর শুনিয়া তাহার চিস্তাশ্রোত অবরুদ্ধ হইল । কোথায় কাহার সহিত কি পরামর্শ করিতেছিল তাহ জানিবার জন্য তাহার আগ্রহ হইল । তাহার অপরিচিত হিতৈষী বন্ধু সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে পিস্তলটি তাহার হাতে প্রদান করায় তাহার মানসিক কুষ্ঠা ও সঙ্কোচ অস্তহিত হইয়াছিল । অত:পর চোরের মত লুকাইয়া পলায়নের চেষ্টা করিতে আর তাঙ্গর প্রবৃত্তি হইল না; তাহার আশ হইল সে নির্ভয়ে বিপ্লবীদের সন্মুখীন হাতে পরিবে এবং প্রয়োজন হইলে নিৰ্ভীক বীরের ন্যায় যুদ্ধ করিয়া তাহার, মুক্তির পথ সুগম করিবে । হয় ত তাহার পিস্তলের আওয়াজ শুনিয়া সেই গুপ্ত আড্ডার বিভিন্ন কক্ষ হইতে এক দল বিপ্লবী তাহার সম্মুখীম