পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sdર পৗভাতঙ্কের প্রতিকার হইতে পারে ; কিন্তু আর তাহাকে কাপুরুষের মত তাহদের হস্তে আত্মসমপণ করিতে হইবে না । ওয়াকার সেই কক্ষের প্রাস্তবত্তী আর একটি কক্ষে প্রবেশ করিয়া তাহার বাতায়ন-পথে অদূরবত্তী পথের আলোক দেখিতে পাইল । তখন তাহার মনে যথেষ্ট সাহসেব সঞ্চার হইল । সে বুঝিতে পারিল অতঃপর সেই আটালিক। পরিত্যাগ করা তাঙ্গর পক্ষে কঠিন হইবে না । যদি তাহাকে গুলী চালাক্টতে হয় তাহ হইলে সেই শব্দ সহজেই পথের লোকের কর্ণগোচর হইবে, এবং পুলিশের সাহায্য লাভ করা ও সম্ভবতঃ অসাধ্য হইবে না । সে বুঝিতে পারিল, পথের পুলিশ পিস্তলের শব্দ শুনিয়া সেখানে উপুস্থিত হইবে। } ওয়াকার ইহা সৌভাগ্যের বিষয় বলিয়াই মনে করিল । সে কোন দিকে কাহাকেও দেপিতে না পাওয়ায় মনে করিল সেই দোতালায় কেহ নাই । যাহারা সেখানে পাহারায় ছিল—তাহাদিগকে সে পূৰ্ব্বেঙ্গ হত্যা করিয়াছিল বলিয়! তাহার ধারণা হইল ; কিন্তু সে কাহাকেও দেখিতে ন পাইলেও তাহার কর্ণকে অবিশ্বাস করিতে পারিল না ; কারণ অদূরে সে একাধিক লোকের কণ্ঠস্বর স্বম্পষ্ট রূপে শুনিতে পাইয়াছিল ; তাহ অশরীরি আত্মার কথা—ইহা সে বিশ্বাস করিতে পারিল ন! । এই জন্য সে অন্ধকারে চলিতে চলিতে অন্য একটি কক্ষের দ্বারে উপস্থিত হই য়া সেখানে থমকিয়া দাড়াইল ; কারণ সেই কক্ষের দ্বারের ফাক দিয়া সে আলোকের একটি ক্ষীণ শিখা দেখিতে পাঠল । সেই কক্ষে নিঃশব্দে প্রবেশ করিয়। তাহ পরীক্ষা করিবার জন্ম তাহার কৌতুহল হইল । সে সমূপে ঝুঁকিয় তাহার জুতার ফিতা খুলিয়। ফেলিল, তাহার পর জুতার ভিতর হইতে পা বাহির করিয়া জুতজোড়াটা ট্রাউজারের পকেটে পুরিল । সে তাহা সেখানে পরিত্যাগ