পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- পীতাতঙ্কের প্রতিকার ১৫৩ করিতে পাfরত, কিন্তু পথে বাহির হইলে জুতা ব্যবহার করিতে হইবে বুঝিয়া সে তাহা ত্যাগ করিল না । দ্বার অগল রুদ্ধ ছিল না , কিন্তু সে সেই দ্বার ঠেলিয়া কক্ষ মধ্যে প্রবেশ করিবার পূৰ্ব্বেই একজন লোক দ্বার উদযাটিত করিয়া হঠাৎ বাহিরে অসিল । তাত কে দেখিয়াই সে নিঃশব্দে দ্বারের অন্তরালে অ{প্রয় 2হণ করিল । সেই ਮੈ। যে চীনা ম্যান বিশুদ্ধ ইংরাজীতে কথ । বলিতেছিল—ওয়াকার তাহার কথা সুস্পষ্টরূপে শুনিতে পাইল ; সেই কণ্ঠস্বর তাহার পরিচিত। 'সে বুঝিতে পারিল উহা বিপ্লবাদীদের অন্যতম অধিনায়ক ডাক্তার লুর কণ্ঠস্বর। ডাক্তার ল যাহার সহিত কথা বলিতেছিল ওয়াকার তাহারঃ কণ্ঠস্বর শুনিতে পাই ল, এবং সে স্বরও পরিচিত বলিয়াই তাছার মনে হুইল । যে ব্যক্তি সেই কক্ষ হইতে বাহিরে অসিল— সে দীর্ঘদেহ শ্বেতাঙ্গ । সেই ব্যক্তি বাহিরে আসিবামাত্র সেচ কক্ষের আলোক উজ্জল হই ; সেই আলোকে সে চিনিতে পারল—সেই দীর্ঘদেহ শ্বেতাঙ্গটি ডিভট বা জোন্স নামধারী ফেরারী কয়েদী । ও*াকার জানিত সে কারাগারে আবদ্ধ হইয়াছিল ; সুতরাং তাহাকে সেই কক্ষ হইতে বাহির হইতে দেখিয়া ওয়াকারের বিস্ময়ের সীমা রহিল না । সেই কক্ষের আলোক ওয়াকারের সব্বাঙ্গে প্রতিফলিত হইল, এ জন্য অতঃপর তাহার লুকাইয়া থাকা অসম্ভব হইল । ডি ভট ওয়া কারকে সেই ভাবে সেই স্থানে দণ্ডায়মান দেখিয়া স্তম্ভত হইল। উভয়েই পরস্পরের মুখের দিকে চাহিয়া বিস্ময়ে iনৰ্ব্বাক ।