পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম তরঙ্গ ভয়াবহ রাত্রি ডি ডি উঠিয়া বসিবার চেষ্টা করিলেন; কিন্তু তাহার হাত পা দৃঢ়রূপে শৃঙ্খলিত ছিল, এ জন্য হাতে পায়ে টান পড়িতেই তিনি অত্যন্ত যন্ত্রন বোধ করিলেন এবং মুখ বিকৃত করিয়া' অস্ফুট আৰ্ত্তনাদ করিলেন । সেই ককের দীপালোক তাহার চক্ষুস্থত প্রতিফলিত হইল । সহসা দূরস্থ মিশ্র কণ্ঠধ্বনি তাহার কর্ণে প্রবেশ করিল ; কিন্তু তাহাতে তিনি আশ্বস্ত হইতে পারিলেন না। শত্রুর দণ্ডাঘাতে তিনি মূচ্ছিত হইয়tছলেন, মূৰ্ছাভঙ্গে তাহার শোচনীয় অবস্থা বুঝিতে পারিলেন । তিনি মুক্তি লাভের মুদুর সম্ভাবনাও বুঝিতে পারিলেন না । বিপ্লববাদীরা তাহাকেও আক্রমণ ক:িবে, তাহাকে তাহাদের কবলে পড়িতে হইবে—ইহা তিনি পূর্বে কল্পনা করতে পারেন নাই । তিনি যথাযোগ্য সতর্কতা অবলম্বন করিলে তাহাকে এ ভাবে বিপন্ন হইতে হ. ত না ভাবিয়। তিনি ক্ষুব্ধ হইলেন । তিনি যে কক্ষে আবদ্ধ ছিলেন, সেই কক্ষের চতুদিকে দৃষ্টিপাত করিয়া অদূরে দুই জন লোককে দণ্ডায়মান দেখিলেন । তাহীদের একজন বিপ্লবীগণের অন্যতম অধিনায়ক ডাক্তার লু । ডি-ণ্ডি ডাক্তার লুর মুখের দিকে চাহিলে লু দাত বাহির করিয়া হাসিয়া বলিল, “তোমার মুছ1 ভাঙ্গিয়াছে দেখিতেছি ? তোমাদের জান কি শক্ত ! আমি ভাবিয়ছিলাম—তোমার মামায় যে দুই ঘা যাতাইয়া দেওয়া