পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার Ꮌ©☾ হইয়াছিল তাহা এরকম নির্ঘাত যে, তাহাতেই শিঙ্গা ফুকিবে ; কিন্তু সেই ঘা বরদাস্ত করিয়াও সামলাইয়া লইয়াছ ! যাহা হউক, সে জন্য আমি দুঃখিত নহি, তোমার জীবন এখন আমাদেরই হাতে । তোমার মুচ্ছ ভাঙ্গিয়াছে ভালই হইয়াছে ; কারণ আমার যে দুই চারিটি কথা বলিবার আছে—তাহ বলিবার সুযোগ পাইলাম। তুমি মরিলে তাহা বলা হইত না ।” ডি ডি তাহার কথা শুনিলেন, কিন্তু কোন কথা বলিলেন না । সেই দুৰ্দ্দান্ত চীনাম্যানটার কি ༢l༈་ཐ[ཝ ছিল তাহা শুনিবার জন্য ও তাহার আগ্রহ হইল না। তাহার মস্তকের আঘাত-বেদনার তখনও উপসম হয় নাই ; তাহার মাথার ভিতন্ত্র তখন-টন টন্‌ করিতেছিল । তিনি অতি কষ্টে বলিলেন, “হ পৰমেশ্বর !" ডাক্তার লুর পাশে আর একজন লোক বসিয় ছিল । সে র্তাহার আক্ষেপোক্তি শুনিয়া খিল-খিল করিয়! হাসিয়া উঠিল। ডি ডি মাথ। তুলিয়া তীক্ষ্ণদৃষ্টিতে তাহার মুখের দিকে চালিলেন, সে বিপ্লবাদীদের অন্যতম অধিনায়ক ডিভট —ডি ভটকে দেখিয়া তিনি বিস্মিত হইলেন । ডিভট র্তাহার মুখের দিকে চাহিয়। হাসিয়া বলিল, “গুড ইভনিং কমিশনার ! গত বার যখন তোমার সঙ্গে আমার দেগা হইয়াছিল, তথ আমাদের উভয়ের অবস্থ। ঠিক এরকম ছিল না ; তুমি ছিলে আমার ভাগ্যনিয়ন্তা, আর আমি ছিলাম তোমার বন্দী ; কিন্তু এখন আমাদের অবস্থা সম্পূর্ণ বিপরীত; এজন্য কেহ তোমাকে দোষী করবে না, আমাকে তোমাদের অন্ধকূপে নিক্ষেপ করিয়া পচাইয়। মারিবার জন্য তোমার চেষ্টা যত্ব বা আগ্রহের অভাব ছিল না ; কিন্তু ফল হইল বিপরীত ! সেজন্য আক্ষেপ করিয়া কোন লাভ নাই ; কি বল ছোট কওঁ৷ ”