পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ン(?や পীতাতঙ্কের প্রতিকার ডি ডি তাহার এই বিদ্রুপে বিচলিত হইলেন না ; তিমি জানিতেন হাতী পাকে পড়িলে ব্যাঙেও তাহাকে পদাঘাত করিয়া আত্মপ্রসাদ লাভ করে ; তাহাতে হাতীর মহিমা খৰ্ব্ব হয় না । তিনি সেই ইতর দস্তার প্রশ্নের উত্তর দিতে ঘৃণা বোধ করিলেন । দাস্তিক শক্রদ্বয়ের সঠিত শ্বালাপ করিতে র্তাহার প্রবুfত্ত হইল না : ডাক্তার লু তাহাকে নীরব দেখিয়া তাঙ্গার শ্বেতাঙ্গ সহযোগীকে বলিল, “পুলিশের এহ ছোট সাহে পটির গসা শুকাইয়া গিয়াছে ; প্রবল পিপাসা হওয়ায় উহার মুখ দিয়৷ কথা বাfছর হইতেছে না ! এ সময় কোন রকম পানীয় পান করিতে পাইলে বেচারার ধড়ে প্রাণ আসিবে । ত: আমাদের বোতলে যে ‘তাড়ি-চুয়নে আছে—উহা উহাদের ব্র্যাণ্ডি অপেক্ষ শত গুণ উৎকৃষ্ট, উত্তেজক ও ফুৰ্বিদায়ক । ও জিনিস বোধ হয় কোন দিন উঠার পেটে পড়ে নাই ; উহার ব্র্যাণ্ডি হুইস্কিচ চেনে, উতাদের ব্র্যাণ্ডি অপেক্ষা এ মদ কত ভাল তাহ। একবার পরীক্ষা করিয়। দেখুক । উহারা ভাবে আমরা আফিং এরই গোলাম, আমরা যেন জলপথে চলিতে জানি না ! উহার ভ্রম সংশোধন করা উচিত।” ডাক্তার লু একটা বোতল হইতে শোধন-করা তাড়ি গ্ল্যাসে ঢালিয়া গ্ন্যাসটি ডি ডির সম্মুথে ধরিল । তিনি পিপাসায় কাতর হইয়াছিলেন, দারুণ অবসাদে তাহার সর্ববঙ্গে অসাড় হইয়াছিল। সেই তরল পানীয় তিনি বিনা-প্রতিবাদে সাগ্রহ পান করিলেন । একবার তাহার সন্দেহ হঠ ছিল উঠার সহিত কোন প্রকার বিষ মিশ্রিত নাই ত ? কিন্তু সে সন্দেহ তাহার মনে স্থান পাইল না । যাহায়! ইচ্ছা করিলে গুলী করিয়৷ মারিতে পারে, বুকে ছুরী বিধাঙ্কয়া হত্যা করিতে পারে—তাহার কোন পানীয় দ্রব্যের সহিত বিষ মিশ্রিত করিবে—ইহা বিশ্বাস করিতে র্তাহার প্রবৃত্তি হইল না। இத்