পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার 2Ꭳ © Ꮔ তিনি সেই উগ্র স্বরা পান করিয়া তাহার ঝাঝে কাশিতে লাগিলেন ; কাশিতে কাশিতে তাহার চোখ মুখ রাঙা হইল, তাহার চক্ষু হইতে টপ্‌-টপ্‌ করিয়া অশ্রু ঝরিতে লাগিল । তিনি মুখ বিক : করিয়া গ্ন্যাসটি নামাইয়। রাপিলেন ; তাহার পর অস্ফুট স্বরে বললেন, ”উ:, কি ভয়ানক ঝাঝ ! ইহার সঙ্গে মরিচের গুড়া মিশানে আছে না কি ? গল। দিয়া যতদূর নামিল, যেন আগুনের স্রোত চলিয় গেল ! এ মদের নাম কি ?” ডাক্তার লু বলিল,“তোমাদের দেশের মদের মত বিস্বাদ নধু । উহার স্বাদ অমৃততুল্য ; १क्षप्य'१ञ्चाग নাই, তাহদের একটু কড়া লগে বটে, কিন্তু তোমাদের ব্র্যাত্ত্বি অপেক্ষ। অনেক ভাল। উহার নাম না-আ-প ব্র্যাণ্ডি । আঙ্গুর প্রভৃতি•রস চুয়াইয়া তোমরা ব্র্য ও প্রস্তুত কর, আৰু ইহ। তাল জাতীয় গাছের মিষ্ট রস চুয়াইয়া তাতাতে নানারকম মশলা দিয়া প্রস্তুত করা হয় । ইহার মূল্য এক বোতল ব্র্যাণ্ডির মূল্য অপেক্ষ দশ গুণ অধিক । পৃথিবীতে ইহা অপেক্ষ। পুষ্টিকর, তেজস্কর পানীয় আর কিছুক্ত না ।” ডি ডি তাহার কথা অবিশ্বাস করিলেন না , কারণ ত,ঠ; iন করিবার ব্যবহিত পরেই তাহার দেহে নব বলের সঞ্চার হইল, তাহার অবসাদ যেন মন্ত্রবলে অদৃশ্য হইল । তাহার সকল কষ্ট, দেহের ক্লাস্তি অসহ যন্ত্রণ। প্ৰসমিত হইল । তাহার মস্তিষ্কের বিহবলতা ও জড়ত অপসারিত হওয়ায় চিন্তা-শক্তি প্রখর হইল । ডাক্তার লু তাহার এই পরিবর্তন বুঝিতে পারিল । সে তাহাকে পূৰ্ব্বাপেক্ষ স্বস্ব ও প্রফুল্ল দেখিয়া বলিল, “তোমার দেহের আবল্য মানসিক জড়ত। অন্তহিত হইয়াছে। এখন আমাদের আলোচনা আরম্ভ করা যাইতে পারে ; তাহাতে তোমার আপত্তির আর কোন কারণ