পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 পীতাতঙ্কের প্রতিকার সমস্তই চূর্ণ-বিচূর্ণ হইয়াছিল । বাহিরের দিকের দালানে অগ্নিভীতি নিবারক এলামবেল হইতে ঢং-ঢং শব্দ হইতেছিল ; সেই শব্দ শুনিয়া অগ্নিনিৰ্ব্বাপক শকটও হাজির হইয়াছিল । ( the firesquad made their appearance.) oftāif, footfors oral ইনস্পেক্টর ওয়াকার চারি দিকে দৃষ্টিপাত করিল। সহকারী কমিশনার পিয়ারসন নামিয়া আসিয়া তখন তাহার পশ্চাতে দাড়াইয়া ছিলেন । ডি ডি বলিলেন, "জিওফ্রি পল তাহার কায শেষ করিয়া চলিয়। গিয়াছে । নথি-পত্র গুলি মহাফেজখানায় ফেরত না দেওয়া অত্যন্ত অন্যায় হইয়াছে । এখন এই ভ্রম সংশোধনের উপায় নাই ।” র্তাহারা দ্বিতলে ফিরিবার সময় টেলিফোনের সংবাদ সম্বন্ধে আলোচনা করিতে করিতে চলিলেন। সেই সময় ইনস্পেক্টর ওয়াকার ডি ডিকে বলিল, “লোকটা টেলিফোনে যে কথা বলিয়াছিল তাহা কি সত্য, না বাজে হুমকী মাত্র ?” - ডি ডি বলিলেন, “এখন সময় কত ?” - ওয়াকার পকেট হইতে একটা প্রকাণ্ড রূপার ঘড়ি ৰাহিত্ন করিয়া বলিল, “বারটা বাজিয়া দু’ মিনিট হইয়াছে।” i র্তাহারা নিস্তব্ধভাবে আফিস-কামরায় প্রবেশ করিলেন । জোন্স সেই সময় টেলিফোনের রিসিভার নামাইয়া রাখিয়া ব্যগ্রভাবে ডি ডির সম্মুখে আসিয়া বলিল, “টেলিফোনে এইমাত্র একটা দুঃসংবাদ পাইলাম মহাশয় । সার রিউপার্ট ফ্র্যালকোনার বেলা ঠিক বারটার সময় মারা গিয়াছেন । জেনিংসের নিকট ইহা জানিতে পারিলাম । উঃ, কি ভীষণ শোচনীয় দুর্ঘটনা ।” জোন্স প্রস্থান করিলে ডি ডি ইনস্পেক্টর ওয়াকারের মুখের দিকে চাহিয়া গম্ভীর স্বরে বলিলেন, “হত্যাকাণ্ড আরম্ভ হইল ! ইহার শেN