পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার >Q> অস্বীকার করিতে পারিলেন না। বিভীষিকাবাদীদের অনুষ্ঠিত অপকৰ্ম্মে, নিষ্ঠুরতায়, উচ্চপদস্থ রাজকৰ্ম্মচারীদের গুপ্ত হত্যায় কাহারও কোন উপকারের সম্ভাবনা ছিল না । তাহার ফল কোন দিক দিয়াই সমাজের পক্ষে হিতকর নহে ; অথচ তাহ রাজশক্তিকে পঙ্গু করিবার চেষ্টায়, দেশের শাসন-যন্ত্র অচল করিবার ব্যর্থ প্রয়াসে, রাজশক্তিকে এরূপ নিৰ্ম্মম এবং এরূপ বিচলিত করিয়া তুলে যে, বিপ্লব-প্রচেষ্টা অস্কুরে বিনষ্ট করিবার জন্য তাহ রুদ্রমূৰ্ত্তি ধারণ করে । তাহার ফলে নিরপরাধ নিরীহ ব্যক্তিঞ্জের ও ক্ষতিগ্রস্ত হইতে হয় ; তাহারা নানা অস্থবিধা সহ করিতে বাধ্য হয় । হো-লি उाश:#१ গুপ্ত-অডিডার সংবাদ তাহদের নিকট প্রকাশ করিয়ু লণ্ডনস্থ চীনামান সমাজের উপকার করিয়াছে—ইহ। তিনি অস্বীকার করিতে পারলেন-না- বিপ্লবীরা ক্রুদ্ধ হইয়া হো-লিকে হত্যা করিতে কৃতসঙ্কল্প হইয়া থাকিলে তা হাতে বিস্ময়েব কোন কারণ ছিল না । তাহার বিপদের আশঙ্কার তুলনায় তাহার অর্থলোভের পরিমাণ কত তুচ্ছ ! এ কথা চিন্তা করিয়া তিনি মনে মনে তাহার প্রশংসা করিলেন । কিন্তু তিনি বিপ্লবীগণের হাতে ধরা পডিয়াছেন হো-লি এই সংবাদ জানিতে পারিয়াছে কি না তাই তিনি বুঝিতে পরিলেন না ; তবে তাহার স্মরণ হইল হোলি তাহাকে বলিয়ছিল তাহার একজন গুপ্তচর বিপ্লববাদীদের দলে মিশিয়া তাঙ্গাদের অস্তুষ্ঠিত প্রত্যেক কাৰ্য্য লক্ষ্য করিতেছে। এই সংবাদ শুনিয় তিনি বুঝিতে পারিয়ছিলেন হো-লি তাহাদিগকে সাহায্য করিবার জন্য সত্যই উৎস্থক ; সে তাহাকে ধাপ্পায় ভুলাইবার চেষ্টা করে নাই । হো-লির যে অম্লচর বিপ্লববাদীদের দলে মিশিয়া তাহীদের অমুষ্ঠিত প্রতোক কার্ধ্যের সংবাদ লইতেছিল, সে জানিত ধরা পড়িলে মুহূৰ্ত্ত মধ্যে তাহাকে জীবন বিসর্জন করিতে হইবে ; তথাপি যে প্রাণের মায়া