পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>や8 পীতাতঙ্কের প্রতিকার পদ্ধতিতে আমরা বিপন্ন হইতেছি, পদে পদে বাধা পাইতেছি ; সেই জগুই তোমাদের মৃত্যু আমাদের পক্ষে অপরিহার্য্য হইয়াছে । আমাদের সমিতি তোমাদের উভয়ের মৃত্যুদণ্ড ঘোষণা করিয়াছে । তোমাদের উভয়ের মৃত্যুতে আমরা নিষ্কণ্টক হইব বটে, কিন্তু তোমাদের অভাবে ইয়ার্ডের যে ক্ষতি হইবে, সেই ক্ষতি সহজে পূরণ হইবার সম্ভাবন। নাই । তোমাদের সরকারের দুইজন উচ্চ পদস্থ কৰ্ত্তব্যমিষ্ঠ কৰ্ম্মচারীকে অত্যুৎকট দম্ভ ও উচ্চাকাঙ্ক্ষার জন্য অকালে জীবন বিসর্জন করিতে হইয়াছে। এবার তোমাদের পালা। তোমাদের মৃত্যুর পর এরূপ জটিল রহস্তপূর্ণ অনেক ব্যাপার ਬਿ, যাহার তাল সামলাইয়া উঠা তোমাদের কর্তাদের পক্ষে কঠিন /সইবে । আর কয়েক সপ্তাহের মধ্যেই এদেশের কয়েক শত সৰ্ব্ব-প্রধান ব্যক্তিকে বিনষ্ট *ścos géza I"( within the next few weeks several hundred of the greatest men in the land will have perished.) মিঃ পিয়ারসন তাহার এই নিষ্ঠুর সঙ্কল্পের কথা শুনিয়া আর আত্মসংবরণ করিতে পারিলেন না ; আগ্নেয়গিরির অগ্নি উদগিরণের ন্যায় তাহার ক্রুদ্ধ নেত্র হইতে অনলরাশি উৎসারিত হইল । তিনি স্থান, কাল, নিসের শোচনীয় অবস্থার কথা বিস্মৃত হইয়া ক্রোধে গর্জন করিয়া বলিলেন, "ওরে কাপুরুষ, ওরে হতর কশাই, ওরে গুপ্ত-নরহস্তা ! রক্ষস, পিশাচরণও তোর অপেক্ষা শতগুণ শ্রেষ্ঠ । কি বলিল, আমাকে একাকী পাইয়া আমার মাথায় লাঠী মারিয়া আমার চেতন নষ্ট • করিয়াছিলি, তাহার পর সুযোগ বুঝিয়া আমার হাত পা বাধিয়া রাপিয়াছিস্ ;–এইজন্যই এই সকল কথা আমার সম্মুখে অসঙ্কোচে প্রকাশ করিতে তোর সাহস হইল ; কিন্তু যদি অ।মি কোন উপায়ে