পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯvy© পীতাতঙ্কের প্রতিকার মিঃ পিয়ারসন তাহার কথা শুনিয়া বলিলেন, “তোমরা কি তাহাকে উৎপীড়িত করিয়াছ ? সে আহত হঠয়াছে কি ?” ডাক্তার লু মাথ নাড়িয়া বলিল, “ন, সে আহত হয় নাই ; তবে কয়েদী অবাধ্য হইলে, দুই এক ঘা পুরস্কার পাইয়া থাকে, সেইরূপ পুরস্কার হয় ত এক-আধটু তাহার ভাগ্যে ঘটয়াছে । তোমার প্রতি যেরূপ ব্যবহার করা হইয়াছে—তাহার প্রতি তাহা অপেক্ষা অধিক কঠোর ব্যবহার করা হয় নাই । আধুরি বিশ্বাস, আমাদের ব্যবহারে সে কষ্ট অনুভব করে নাই । তুঙ্গ একদিন পূর্বে আমি তাহার সঙ্গে একটু আলাপ করিবার চেষ্টা ; কিন্তু সে আমাকে অত্যন্ত অপমানজনক কটু কথা বলিয়াছিল 1"/ পিয়ারসন বলিলেন, “তোমার সৌভাগ্য যে, সে সময় তাহার পদদ্বয় রজুবদ্ধ ছিল ; নতুবা সে তোমাকে জুতাটো না করিয়া ছাড়িত না।” ডাক্তার লু পিয়ারসনের কথায় উষ্মা প্রকাশ না করিয়া ধীরভাবে বলিল, “আমি প্রবল প্রতাপ চো-মিং ১ প্রদায়ের দলপতি, চীনের প্রাচীন গৌরবের উদ্ধারক ঔ, আমাকে সে জুতাপেটা করিত ? গোচৰ্ম্মের এরূপ সেী ভাগ্য কল্পনার ও অতীত ! কি ? সে 3দমনীয় লোক ! (a stubborn man) অমর। প্রথমে স্থির করিয়াছিলাম-মিঃ ডিভটকে নিরাপদে ফেরত পাইবার জন্য তাহাকে আটক ৰুরিয়া রাখিব, এবং তোমরা তাঙ্গাকে মুক্তিদান করিলে তাহাকে ছাড়িয়া দিব । বস্তুত: মি: ডি ডট ঐভাবে বিপন্ন ন হইলে আমরা সেই সময়েই ওয়া কারকে হত্যা করি গ্রাম ; কিন্তু আমাদের সহকৰ্ম্মীগণের অদ্ভুত তৎপরতায় ডিভট তোমাদের কবল হইতে মুক্তিলাভ করিয়াছেন, এবং ওয়াকার ও তুমি --তোরা উভয়েট বন্দী হইয়াছ। এই ভাবে জয়লাভ করায় আমরা স্থির করিয়াছি, তোমাদের উভয়কেই হত্যা করিব ; তাহ হইলে