পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতন্ধের প্রতিকার ጏõዓ পুলিশ সবুজ ত্রিভুজ সমিতির বিরুদ্ধে সে সকল প্রমাণ সংগ্ৰহ করিয়াছে, তাহ নষ্ট হইবে ; কারণ সেই সকল গুপ্তকথা কেবল তোমাদেরই দুইজনের সুবিদিত। তাহ পুলিশের অন্য কোন কৰ্ম্মচারী জানিতে পারে নাই, এ সংবাদ ডিভটের নিকট শুনিতে পাচয়াছি, এবং তা র কথ। আমর। সম্পূর্ণ বিশ্বাস করি । এ অবস্থায় ত্তে | মাদের উভয়কেই হত্য কর। আমাদের সর্বপ্রথম কৰ্ত্তব্য । আমার থ বুঝিতে পারিয়াস ? ” o ডাক্তার লু আশা করিয়াছিল মিঃ পিয়ারসন তাহার যুক্তি শুনিয়া প্রাণভয়ে তাহার নিকট জীবন-ভিক্ষা করিবেন ; কিন্তু তিন কোন কথা না বলিয়। অবজ্ঞা ভরে মুখ ফিরাইলেন। তাহ দেখয় ডাক্তার লু নবার করতালি দিল । বোধ হয় সে তাহার অনুচরকে হাঙ্গতে আহবান করিল ; কিন্তু কেহই তাহার চথিতে সাড়া দিল না । ডাক্তার লু সক্রোধে উচ্চৈঃস্বরে বালল, “কি আশ্চর্য ! শূয়োরটা ঘুমাইতেছে না কি ? আমার আদেশ গ্রাহ হল না ? মারের চোটে তাহার পিঠের চামড়া উড়িয়। যাইবে ।” তাহার কথা শুনিয়া ডিভট উঠিয়া দাড়াইল, এবং ডাক্তার লুকে বলিল, “যদি আপনি ওয়া কারকে এখানে হাজির কারবার জন্য উৎসুক হইয়া থাকেন, তাহা হইলে তাহাকে এথানে আনিবার জন্য অন্য কাহাকেও পাঠাইবাৰ প্রয়োজন নাই ; আমি স্বয়ং ত{হার কয়েদ ধ নায় গিয়া তাহকে লইয়া আসিতেছি । সেই ধূৰ্ত্ত শিয়াল রঙ্জুবন্ধ হইয়া কিভাবে সেখানে ছট্‌ফট, করি;তছে, তাহ দেখিবার জন্য আমার অত্যস্ত আগ্ৰহ হইয়াছে ।” ডাক্তার লু বলিল, “বেশ, তোমার এই প্রস্তাবে আমার আপত্তি নাই, তুমি যাইতে পার ; কিন্তু সেই গুদামের চাব কোয়ানের কাছে