পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার › ዓm আমাদের প্রাচ্য ভূখণ্ড হইতেই রোম নগরে ও ভাটিকানে আনীত হইয়াছিল । সম্ভবতঃ অতি প্রাচীন যুগে—যে সময় মহাপরাক্রান্ত সিজার ও মার্ক এণ্টনি দিগ্বিজয়ে বাহির হইয়াছিলেন, সেই সময়েই তাহা পূৰ্ব্বাঞ্চল হইতে পশ্চিমাঞ্চলে নীত হইয়াছিল । তবে ইহা আমার অনুমান মাত্র ; আমার এই অকুমানের সমর্থন করিতে পারি— এরূপ কোন প্রমাণ আমি সংগ্ৰহ করিতে পারি নাই । বিশেষতঃ, তাহা প্রাচ্য ভূমণ্ডল হইতে পাশ্চাত্য মহাদেশে আসিয়াছিল কি না তাহ জানিয় তোমারও কোন লাভ নাই । “আমি পরীক্ষা দ্বারা জানিতে পারি—আনার আবিস্কৃত বিষ জীবিত ব্যক্তির শোণিত স্পর্শ করিব • পর ঠিক এক ঘণ্টা দশ মিনিটের মধ্যে তাহার মৃত্যু হয় । ইহার একটি প্রধান বিশেষত্ব এই যে, এই বিষপ্রয়োগে যাহার মৃত্যু হয় তাহার মৃতদেহ—তাহার শোণিত, হৃৎপিণ্ড, পাকাশয় এবং ফুসফুস প্রভৃতি পরীক্ষা করিয়া মৃত্যুর কারণ অবধারণ করা অসাধ্য। বিয-প্রয়োগে মৃত্যুর কোন লক্ষণ দেহে প্রকাশ পায় ন। কোন অভিজ্ঞ চিকিৎসক সেই মৃতদেহ পরীক্ষা করিয়া বলিতে পারিবে নু!—বিষ প্রয়োগে তাহার মৃত্যু হইয়াছে ; কিন্তু কস্তুরেলা নামক বিষ-প্রয়োগে যাহার মৃত্যু হয়, তাহার মৃতদেহ পরীক্ষা করিয়া সেই বিষের অস্তিত্ব জানিতে পারা যায় ; স্বতরাং আমার এই বিব যে, কন্তুরেলা অপেক্ষ সৰ্ব্বাংশে শ্রেষ্ঠ, এ বিষয়ে মতভেদের কারণ নাই । কন্তুরেলা অপে ইহার শ্রেষ্ঠতার আর একটি অকাট্য নিদর্শন এই যে, কন্তুরেল স্থস্থ মন্থয্যের শোণিতে মিশ্রিত হইবার পর দুই ঘণ্টার মধ্যে उाक्ष्ात्र शृङ्गा झ्म्न , अर्था९ अभाब अपिकड বিষ তাহার প্রায় এক ঘন্ট। পূৰ্ব্বেই মহুষ্যের প্রাণ বিনাশ করিতে পারে। কস্তুরেলা જૂન দুই ঘণ্টায় যে কায করে, আমার বিষ এক ঘণ্টা দশ মিনিটেই তাহা