পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় তরঙ্গ বিপ্লবীদের গুপ্ত বৈঠক তাটালিকাটির একটি কক্ষের প্রত্যেক দ্রব্যই কৃষ্ণবর্ণ। সেই কক্ষটির কড়ি বরগ হইতে দ্বার জানাল পর্য্যস্ত সব কালো । ভিতরের দেওয়ালগুলি কৃষ্ণবর্ণ রেশমী বস্ত্রে আবৃত। দ্বার ও জানালার সম্মুথে প্রসারিত পর্দাগুলির রঙ, কালা। বিপ্লবী সমিতির সভ্যগণ যে দীর্ঘ টেবিলের ধারে বসিয়া মন্ত্রণা করিত, তাহা মসিকৃষ্ণ আবলুস কাষ্ঠে নিৰ্ম্মিত ; যে টেবিলের চতুর্দিকে নয়খানি কৃষ্ণবর্ণ চেয়ার ছিল, কাজল-কালো আচ্ছাদন-বস্ত্রে সেই টেবিলখানি আবৃত । সেই কক্ষে একটিমাত্র ল্যাম্প জলিতেছিল। প্রকাণ্ড ল্যাম্প ; তাহাই পীতবর্ণ ফাকুসে আচ্ছাদিত । পীত আবরণে প্রতিফলিত যে পীতাভ আলোক সেই কক্ষটি অালোকিত করিতেছিল সেই আলোক-প্রভায় যেন কোন গভীর রহস্যের কুহেলিকা ঘনীভূত হইতেছিল, এবং তাহা নিরানাময় কক্ষটির গাম্ভীৰ্য্য বৰ্দ্ধিত করিতেছিল । টেবিলের চারি-দিকে ষে নয়খানি চেয়ার ছিল, তাহাদের আট খানিতে আটজন চীনামান বসিয়া লি ; তাহারা সকলেই যৌবন-সীম। অতিক্রম করিয়াছিল। সকলেরই মুখ অস্বাভাবিক গম্ভীর এবং ভাবসংস্পর্শবিহীন ; মুখ দেখিয়া কারারও মনের ভাব বুঝিবার উপায় ছিল না । নবম চেয়ারে যে ব্যক্তি বসিয়া ছিল, সে শ্বেতাঙ্গ, ইয়ুরোপীয় । সে কৌতুহল ভরে চতুর্দিকে দৃষ্টিনিক্ষেপ করিতেছিল । হো-মিং সম্প্রদায়ভুক্ত বিপ্লবীদের বৈঠকে যোগদানের জন্ত নিমন্ত্রিত হইয়া সেই