পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার Տ Գշ পণ্ডিতসমূহ, তোমাদের খ্যাতনাম সাহিত্যিকবৃন্দ, আইনজ্ঞ ব্যবহারাজীবের, এমন কি, সৰ্ব্বশ্রেষ্ঠ চিকিৎসকমণ্ডলী—যাহারা এদেশের গৌরব, যে সকল কোটপতি মিলওয়ালা ও ব্যাস্কার তোমাদের দেশের অর্থশক্তি নিয়ন্ত্রিত করিতেছে, যে সকল বীরেন্দ্রকেশরী বাহুবলে, অস্ত্রবলে তোমাদের দেশকে ক্ষত্রি-শক্তির আদর্শে পরিণত করিয়াছে, তাহাদের সকলেরই উন্নত মস্তক আমার প্রদত্ত উগ্র, অব্যর্থ, অনিবার্ষ্য বিষে অতি অল্প দিনেই ধূলায় লুটাইবে । ই, যে ভাবে সার রিউপার্ট ফ্যালকোনার মরিয়াছে, সার আর্ণল্ড ফেয়ারফক্সের প্রাণ গিয়াছে, ঠিক সেই ভাবে তাহারা মৃ;্যকে বরণ করিবে । সার রিউপার্টের টুপির কিনারায় যে বিষ-বিন্দু লিপ্ত হইয়াছিল, তাহা তাহার ললাট স্পশ করায় ললাট চুলকাইতে আরম্ভ করে"; তাহার পর নখরের ঘর্ষণে ললাটে বিন্দু পরিমাণ রক্ত ফুটিয়া বাহির হয় ; ইহাই তাহার মৃত্যুর কারণ। বিষ তাহার রক্তে মিশিবার পর এক ঘণ্টা দশ মিনিটের মধ্যে তাহার ইহলীলার অবসান হয় । সার আলন্ড ফেয়ারফক্সের মৃত্যুও প্রায় ঐ ভাবেই ঘটিয়াছিল ; তবে তাহার টুপির পরিবর্তে অন্য দ্রব্যে উহ। ব্যবহৃত হইয়াছিল । ( a different medium was used, ) তাহার ‘স্কাফ" বিষ-সিক্ত করা হইয়াছিল ।” মিঃ পিয়ারসন বিস্মিত ভাবে ডাক্তার লুর প্রলাপোক্তি শুনিতেছিলেন ; তিনি তাহার সকল কথা শুনিয়া অবিশ্বাস ভরে মাথা নাড়িয়া বলিলেন, “স্বীকার করিলাম তুমি কৌশলে বিয-প্রয়োগ করিয়া আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ লোক গুলিকে হত্যা করিলে ; কিন্তু তোমার চান দেশ আজ শত থণ্ডে বিভক্ত, বিভিন্ন প্রদেশের নায়কগণ প্রাধান্ত লাভের জন্য পরস্পরের বুকে ছুরিকাঘাত করিতে উষ্ঠত, কেহ কাহাকেওঁ প্রধান বলিয়া স্বীকার করিতে অসম্মত ; জাপান মানচুরিয়ায়