পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆbro পীতাতঙ্কের প্রতিকার তোমাrদর টুটি চাপিয়া ধরিয়া বীরদপে রণ-হুঙ্কার ছাড়িতেছে ; তাহাদের বজ্রনাদী কামান সমূহের গম্ভীর নির্ঘোযে আজ জল স্থল প্রকম্পিত ! প্রশান্ত মহাসাগরের অপর পারে বলদপিত, মহাপরাক্রান্ত মার্কিন তোমাদের চালবাজি দেখিয়া কান ধরিয়া ঘোড়দৌড় করাইতে উদ্যত । তোমার বৃটিশ-গৌরব ৰিধ্বস্ত করিয়ু সমগ্র পৃথিবীতে চীনের ড্রাগন উড়াইবে ? সম্বল ত তোমার ঐ বিষ ? ত ছিলিম চণ্ডু টানিলে এই রকম আকাশ-কুমুমের আবাদ করিতে পারা যায়—তাহা অনুমান কর! আমার অসাধ্য। বিষের সাহায্যে গ্রেট বৃটেনের প্রধান্ত বিলুপ্ত করিয়া পৃথিবী অধিকারের স্বপ্ন দেখিতেছ ! কিন্তু তাল সাম্‌লাইবে কিরূপে ? শেষ রক্ষণ হইবে কাহার সাহায্যে ?” . ডাক্তার লু বলিল, “এইবার সেই কথাই বলিব । তুমি এইরূপ প্রশ্ন করিবে—তাহ জানিতাম । দেশে আমরা আফিং ছাড়িয়াছি, সনাতন টিকী বিসর্জন করিয়াছি, স্বদেশ-প্রেমে উদ্বদ্ধ হইয়াছি। আমরা তোমাদের দেশের সকল প্রধান ব্যক্তিকে হত্যা করিলে তোমরা নিঃসহায় ও নিরুপায় হইয়া রুসিয়ার পদানত হইতে বাধ্য &#C3 l ( the country submits to Rússian influence ) রুসিয়। প্রাচ্য মহাদেশেরই অংশ, এবং প্রাচ্যে রুসিয়াই এখন সৰ্ব্বপ্রধান শক্তি বলিয়। পরিগণিত । রুসিয়ার সাহায্যেই মহাচীন তাহার পূর্ব-প্রাধান্য অৰ্জ্জন করিবে । এজন্য অস্ত্রবলের সহায়তা গ্রহণের প্রয়োজন হুইবে না । ককেশিয় জাতি অস্ত্রবলেরই প্রাধান্য স্বীকার করে ; কিন্তু ইহা তাহদের ভ্রম (that is a fallacy • of the caucasian race) তোমরা অস্ত্রবলে তোমাদের উপনিবেশগুলি হস্তগত করিয়াছ, এবং অন্ত্রবলেই তাহা তোমাদের অধিকারে