পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতস্কের প্রতিকার >b"> রাখিয়াছ ; কিন্তু আমরা চীনাম্যানের যুদ্ধের পক্ষপাতী নহি । যুদ্ধ জয়ই যে প্রাধান্ত লাভের উপায়—ইহা বিশ্বাস করি না । চীনজাতি মনে প্রাণে পৃথিবীর সকল জাতি অপেক্ষা শান্তিপ্রিয় । আমরা কৌশলের সাহায্যে আমাদের বিলুপ্ত প্রাধান্য উদ্ধার করিব ; কারণ যুদ্ধটা অস্বাভাবিক ব্যাপার ।” ডাক্তার লু নীরব হইয়া মিঃ পিয়ারসনের মুখের দিকে চাহিল ; তাতার পর বিচলিত ভাবে রলিল, “আমাদের বন্ধুটি ওয়াকারকে আনিতে গিয়া এখনও ফিরিল না কেন ? এতক্ষণ ত তাহার এখানে ফিরিয়া আসা উচিত ছিল । আশা করি সে ওয়া কারকে লইয়। বিব্রত হয় নাই ।” * . . তাহার কথা শুনিয়া পিয়ারসনের আশা হইল ওয়াকার হয় ত আত্মরক্ষার কোন ব্যবস্থা করিতে পারিয়াছে ; সে যদি শক্র-কবল হইতে মুক্তিলাভ করিয়া থাকে—তাহা হইলে তাহার চেষ্টায় তাহারও প্রাণ রক্ষা হইতে পারে ।” ডাক্তার লু তীক্ষ্ণদৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া তাহার মনের ভাব বুঝিত্বে পারিল । সে হাসিয়া বলিল, “মিঃ পিয়ারসন, তুমি বোধ হয় মনে করিতেছ ওয়াকার কোন কৌশলে ডিভটকে পরাভূত করিয়া মুক্তিলাভ করিয়াছে ; কিন্তু এই মিথ্যা আশাকে মনেও স্থান দিও না । কারণ করা-প্রকোষ্ঠ হইতে ওয়াকারের মুক্তিলাভ সম্পূর্ণ অসম্ভব । তাহাকে যে শৃঙ্খল দ্বারা বাধিয়া রাখা হইয়াছে, সেই শৃঙ্খলের অন্য প্রান্ত সেই কক্ষের দেওয়ালের সঙ্গে গাধা আছে।” ডাক্তার লুর কথা শুনিয়া মিঃ পিয়ারসনের আশার আলোক মূহূৰ্ত্ত, মধ্যে নির্বাপিত হইল । ডাক্তার লু ‘হায়-এ’ শব্দে হুস্কার ও চটপটু শব্দে করতালি দিল ;