পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার >br○ ডাক্তার লু বিহবল দৃষ্টতে সম্মুগে চাহিয়া একটি ভীষণদর্শন পিস্তলের নল তাঙ্গার ললাটের অদূরে উদ্যত দেপিল । সে আত্মরক্ষার আশায়ু বুকের পকেটে হাত পুরিবার চেষ্টা করিল ; তাহ দেখিয় লাগর সম্মুখস্থ পিস্তলধারী দৃঢ় স্বরে বলিল, “সাবধান ডাকার লু! পকেটে হাত পুরিয়াছ কি মরিয়াছ । আমার আদেশ পালন না করিলে এই মুহূর্কে পিস্তলের ঘোড়া টিপিব । তোমার ললাট লৌহ-নিৰ্ম্মিত নহে, এবং আমার লক্ষ্য অব্যর্থ, মুহূৰ্ত্ত, মধ্যে তোমার মস্তক বিদীর্ণ হইবে – শীঘ্র দুই হাত মাথার উপর উচু কর।” ডাক্তার লু সেই উদ্যত পিস্তলের সম্মুখে দাড়াইয়৷ ঘামিয়া উঠিল ; তাহার পূর্যেবত্তী পিস্তলধারী যে তাহাকে পরিহাস করে নাই, সে যে কথা বলিয়াছে—মুহূৰ্বে সেই কথা কাঁৰ্য্যে পরিণত করিবে—ইহা সে তাহার ভাবভঙ্গি দেখিয়াই বুঝিতে পারিল । সে ধীরে ধীরে দুই হাত মাথার উপর তুলিয়া বিস্ফারিত নেত্রে আগন্তুকের মুখের দিকে চাহিয়া রহিল। কিন্তু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে তাহার প্রবৃত্তি হইল না । সে কি স্বপ্ন দেখিতেছে ? যে শ্বেতাঙ্গ ইনস্পেক্টর তাহার অনুচরবর্গের হাতে ধরা পড়িয়া অদূরবর্তী গুদাম-ঘরে আবদ্ধ ছিল, যাহার কটিদেশ স্বদূঢ় লৌহ-শৃঙ্খলে আবদ্ধ করিয়া সেই শৃঙ্খলের অন্য প্রাস্ত গুদাম-ঘরের দেওয়ালে গাথিয়া রাখা হইয়াছিল, সেই হদৃঢ় বন্ধন ছিন্ন করা তাহার সাধ্যাতীত ; তদ্ভিন্ন বিশালদেহ মঙ্গবলিষ্ঠ গুগু কোয়ান তাহার পাহারায় নিযুক্ত ছিল ; তাহার সতর্ক দৃষ্টি অতিক্রম করিয়া, দুশ্চেদ্য শৃঙ্খল লুতাতন্তুর ন্যায় দ্বিখণ্ডিত করিয়া ওয়াকার সেই দুর্ভেদ্য কক্ষ হইতে মুক্তিলাভ করিয়াছে, এবং কোন কৌশলে পিস্তল সংগ্ৰহ করিয়া তাহার সম্মুখে উপস্থিত হইয়াছে, তাহাক্টে আক্রমণ করিয়া হত্যা করিতে উদ্যত হইয়াছে ! ইহা অসম্ভব, বিশ্বাসের