পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার )b"న বিনীত ভাবে বলিল, তুমি ত সাধারণ লোক নও ইনস্পেক্টর ! অত বড় জোয়ানটার ঘাড়ের হাড় একটা হ্যাচ কা টানে ভাঙ্গিয় তাহাকে সাবাড় করিলে ? তোমাৰ মত গুণী লোককে হত্যা করিতে হইবে ভাবিয়া আমার দুঃখ হইতেছে।” মিঃ পিয়ারসন তাহার আড়ষ্ট হাত ডলিতে ডলিতে বলিলেন, “তোমার দুঃখিত হইবার কারণ নাই ডাক্তার । কারণ তুমি আর কাহাকেও হত্যা করিবার সুযোগ পাইবে না । আমরা এই স্থান ত্যাগ করিবার পূৰ্ব্বেই তোমার श्रृङ्गी হইবে ; সেই সঙ্গে তোমার আবিষ্কৃত সেই সাংঘাতিক বিষের অস্তিত্বও বিলুপ্ত হইবে । তাহার প্রস্তুতপ্রণালী অfর কাহাকেও শিখাইবার সুযোগ পাইবে না ।” ডাক্তার লু কি বলিতে উদ্যত হঠাৎ সভয়ে আৰ্ত্তনাদ করিল, কারণ ঠিক সেই মুহূৰ্ত্তে ছাদের উদ্ধস্থিত একটি গুপ্তদ্বার খুলিয়া একজন চীনাম্যান তাহার ঘাড়ের উপর লাফাইয়া পড়িল, সঙ্গে সঙ্গে তাহার মস্তকে প্রচণ্ডবেগে হাতুড়ির একটা ঘা ! ওয়াকার লুর আততায়ীর মুখের দিকে চাহিয়। চিনিত পারিল । সে ছো-টিং । ঠিক সেই মুহূৰ্ত্তে লোহিতবর্ণ কুজুটিকারাশিতে সেই কক্ষ আচ্ছন্ন হুইল ; সেই কুঙ্কটিকারাশির ভিতর দিয়া ওয়াকার আরও তিন জন চীনামানকে পূৰ্ব্বোক্ত ফুকর হইতে ঝুপ ঝাপ, করিয়৷ সেই কক্ষে লাফাইয়া পড়িতে দেপিল । তাহারা লুর অনুচর । মুহূৰ্ত্ত মধ্যে হোটিংএর পিস্তল গম্ভীর শব্দে গজ্জিয় উঠিল, এবং ডাক্তার লু এক বস্ত ময়দার মত মেঝের উপর নিক্ষিপ্ত হইল ; কিন্তু শেষোক্ত চীনাম্যানের মূহুৰ মধ্যে লুর আততায়ীকে ও ওয়াকারকে আক্রমণ করিল। ইনস্পেক্টর সম্মুখস্থ আততায়ীকে পিস্তলের কুদা দিয়া সবেগে আঘাত করিতেই সে মেঝের উপর পড়িয় গেল । ওয়াকারের অটোমেটিক