পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ) ని ) একটি গুলী সেই ভগ্নদ্বারের ফাক দিয়া ঘরের ভিতর প্রবেশ করিল, কিন্তু কেহই আহত হইল না ; গুলীটি ঘরের দেওয়ালে বিদ্ধ হইল । পুনৰ্ব্বার বন্দুকের গম্ভীর নির্ঘোষ উত্থিত হইল ; সঙ্গে সঙ্গে বাহিরের পথে কেহ আতঙ্কবিহবল কণ্ঠে আৰ্ত্তনাদ করিল। মিঃ পিয়ারসন আততায়ীগণের অস্ত্রাঘাতে এরূপ ক্ষতবিক্ষ ত ই ইয়া ছিলেন যে, তাহার সৰ্ব্বাঙ্গ অবসন্ন হইয়াছিল ; তথাপি তিনি ধরাশায়ী না হইয়। দুৰ্ব্বল পদে ভর দিয়ু আতি কষ্টে দাড়াহয় রহিলেন । (He was too weak to stand on his feet. ) ওয়াকার বন্দুকের স্থগভীর বজ্রধ্বনিবং নির্ঘোষ শুনিয়া আশ্বস্ত ভাবে বলিল, “রাইফেলের শব্দ বলিয়াই মনে হইতেছে ; পরমেশ্বরের নিকট প্রার্থনা করি তহ যেন পুলিশের રજૂદ્ધતિ হয় ।” সেই সময় তাহদের মাথার উপর দোতলায় পদধ্বনি হইল । মুহু ওপরে উদ্ধস্থ গুপ্তদ্বরে দুইজন চীনাম্যানের মাথা দেখিতে পাইয়া, ও তাহার। সেই পথে নীচে নামিবার চেষ্টা করিতেছে বুঝিতে পারিয়। মিঃ পিয়াৎসন পিস্তল তুলিলেন, এবং শিকারী তরুশাখাসীন পার্থীকে লক্ষ্য করিয়৷ যে ভাবে গুলী করে তাহাদিগকে লক্ষ্য করিয়া সেই ভাবে গুলী বর্ষণ করিলেন একটির পর আর একটি গুলী ; কিন্তু গুলী ব্যর্থ হইল । সঙ্গ শব্দের প্রতিধ্বনি শূন্তে না মিশিতেই দুইজন চীনামান সেই ফুকর দিয়া নীচে লাফাইয়া পড়িল ; মুহূৰ্ত্ত পরে আরও একজন তাহার অমুসরণ করিল। তাহারা মিঃ পিয়র সনের গুলীতে আহত না হওয়ায় মেঝের উপর পড়িয়াই তাহকে আক্রমণ করিল। মিঃ পিয়ারসন চক্ষুর নিমেষে সেই কক্ষের দেওয়ালের কাছে সরিয়া গয়া দেওয়ালে পিঠ দিয়৷ १छ्ां, তিনি একাকী তিনজনের সহিত যুদ্ধ করিয়া আত্মরক্ষার চেষ্টা করিলেন । কিন্তু একজন আততায় তাহাক্স গল টিপিয়া ধরিল ; আর একজন