পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার $న్స\రి করিল। সেই আঘাতে চীনাম্যানটার মস্তক স্কন্ধচু্যত এক পাশে লুটাইতে লাগিল ; মুণ্ডহীন দেহটি অন্য পাশে পড়িয়া কয়েকবার হাত প। ছুড়িল ; অবশেষে তাহ অসাড় ও নিস্পন্দ হইল। ওয়াকার তখন বাহ্যজ্ঞান-রহিত ; সে উন্মত্তপ্রায় হইয়া উভয় হস্তে সেই ভীম আসি দ্বার দক্ষিণে বামে আখাত করিতে লাগিল। সেই আঘাতে বিপ্লবী চীনাম্যানের দল কাস্তের আঘাতে গোধুম-শীর্যের ন্যায় ধরাশায়ী হইতে লাগিল ,(which felled men as wheat falls at the sickle ) ওয়াকারের দেহের দশ বার স্থান ক্ষতবিক্ষত হইয়াছিল । মিঃ পিয়ারসনের চক্ষুর সম্মুখে যেন কুজুটিকারাশি ঘনাইয়া আসিয়াছিল ; তিনি স্তিমিত ৰুেত্র ওয়াকারের অদ্ভুত রণকৌশল দেখিতে লাগিলেন । তিনি জানিতেন ওয়াকার স্বচতুর ও স্বদক্ষ ডিটেক্টিভ ; কিন্তু সে যে সম্মুখ সংগ্রামে আহত হইয়াও অকম্পিত হৃদয়ে রণনিপুণ বীবের ন্তায় স্থকৌশলে অসি-চালনা করিয়া শক্ৰধ্বংস করিতে পারে—ইহা তিনি কোন দিন ধারণা করিতে পারেন নাই । কিন্তু তাহার সাহস ও শৌৰ্য বীর্য যতই অধিক হউক, সে একাকী একদল শত্রুর বিরুদ্ধে কি করিবে ? তাহার জীবন বিপন্ন হইল । সে হতাশ ভাবে চারি দিকে চাহিয়া অগণ্য শক্র-মুণ্ড দেখিতে পাইল ; তাহাদের সকলেই তাহাকে হত্যা করিতে উদ্যত । সেই সময় দ্বারেব দিকে একটা বন্দুক গর্জিয়া উঠিল, এবং একদল চীনামান ঝটিকাবেগে সেই ভগ্নদ্বারের উপর আছড়াইয়া পড়িল । তাহারা বিপ্লবীদের দলের শত্ৰু হপ-লিং সম্প্রদায়ের লোক । হুপ-সিং দলের সাহায্য লাভের পূৰ্ব্বেই সহকারী কমিশনার পিয়ারসন অস্ত্রাঘাতে ধরাশায়ী হইলেন। তাহার যখন চেতনা বিলুপ্ত (تباد