পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ՖշԳ যখন বিপ্লবীদের বিরুদ্ধে যুদ্ধ করিতেছিলাম সেই সময় তোমাদের হপ-সিং সম্প্রদায়ের কোন কোন সশস্ত্র অনুচরকে সেখানে উপস্থিত দেখিয়াছিলাম, তাহ হইলে তুমি কি বলিবে—উহা আমার দৃষ্টি-বিভ্রম মাত্র ?” হো-লি গম্ভীর স্বরে বলিল, “হা-ই! তোমার মত লোকের দৃষ্টিবিভ্রম ? ইহাও কি সম্ভব ? না, তোমার দৃষ্টিবিভ্রম হয় নাই ; তবে অভ্যস্ত অধিক ## outfää"I" ( you were very greatly mistaken, ) ওয়াকার বলিল, “যদি বলি, আমার হিতৈষী বন্ধু হো-লির মুযোগ্য পুত্র হো-টিংকে আমি স্বচক্ষে সেই স্থানে-বিপ্লবী-নায়ক লুকে আক্রমণ করিতে দেখিয়াছিলাম, তাহা হইলেও কি তুমি বলিবে আমার ভ্রম হইয়াছিল ?” হো-লি অবিচলিত স্বরে বলিল, “হা-ই ! আমি বলিয়াছি তোমার অত্যন্ত অধিক ভ্রম হইয়াছিল । তোমার এই ভ্রমের সংবাদ প্রকাশিত হইলে হো-টংএর জীবন বিপন্ন হইতে পারে । সত্যই তোমার ঐরূপ ভ্রম ইইয়াছিল ; কারণ আমার সুযোগ্য পুত্র নিরীহ হো-টি, সে সময় আমার অস্তঃপুরে উপস্থিত ছিল, এবং তাহার শয্যায় শয়ন কবিয়া শান্তি-মুখ উপভোগ করিতেছিল । আমার মনে হইতেছে তুমি বিপ্লবীগণের সহিত যুদ্ধ করিবার পূৰ্ব্বে প্রচুর পরিমাণে সাম-চু পান করিয়াছিলে । এই মস্ত অত্যন্ত উগ্র । ইহা পান করিলে শারীরিক অবসাদ দূর হইয়া দেহে বলের সঞ্চার করে বটে, কিন্তু ইহার প্রভাবে অনেক অদ্ভুত দৃপ্ত নয়নগোচর হয়, এমন কি, ভূত প্রেতগুলাকে পর্য্যস্ত সম্মুখে দেখিতে পাওয় যায়!” ওয়াকার বলিল, “ষ্ঠী, তোমার এ কথা সত্য ; আমি সাম্-চু নামক