পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ পীতাতঙ্কের প্রতিকার করিয়াছি। এই ককেশিয়ানের মৃত্যু আমাদের কার্য্যারম্ভের সূচনামাত্র । লণ্ডনে আমাদের আরব্ধ কার্ধ্যের বিজ্ঞাপন প্রচারের ইহা অব্যর্থ উপায় হইলে ও আমাদের একটি ক্রটি হইয়াছে, এবং তুচ্ছ হইলেও তাহা উল্লেখের অযোগ্য নহে । আমাদের এই শক্তিশালী শ্বেতাঙ্গ সহযোগীর অনুষ্ঠিত কাৰ্য্য সমূহের যে সকল বিবরণ পুলিশের নথিপত্রে সন্নিবিষ্ট আছে, সেই সকল নথিপত্র নষ্ট করিবার জন্য আজ আমরা যে চেষ্টা করিয়াছিলাম, তাহা বিফল হইয়াছে । আমাদের সতর্কতার অভাবে আমরা এবিষয়ে অকৃতকার্য্য হইয়াছি—এরূপ মনে করিবেন না ; বরং এই কথাই বলা সঙ্গত যে, ঐসকল ককেশিয় ডিটেকটিভ গুলার একজনের চতুৰ্য্য বশত: আমরা কৃতকাৰ্য্য হইতে পারি নাই । এই জন্ত আমি স্থির করিয়াছি, তাহাকে মরিতেই হইবে । [ Accordingly, I have decided thathe must die ) farz, cs ভাবে অন্য ব্যক্তির মৃত্যু হইয়াছে, সে ভাবে নহে ; আমাদেরই সম্প্রদায়স্থ কাহারও হস্তে তাহাকে প্রাণ বিসর্জন করিতে হইবে । ভদ্র মহোদয়গণ, হো মিং সম্প্রদায়ের বিপ্লবীগণের মধ্যে আপনারাই সকল বিষয়ে শ্রেষ্ঠ কৰ্ম্মী । আপন,দের পক্ষে এই কার্যটি তাদেী কঠিন হইবে না ।” ডাক্তার লু পুনর্বার নীরব হইল দে নিঃশব্দে একটি সিগারেট পাকাইতে লাগিল । পাতলা কাগজে তামাকচুৰ্ণ ঢালিয়া সে কাগজখানি জড়াইতে জড়াইতে প্রর্ত্যেক সভ্যের মুখভাব লক্ষ্য করিতে লাগিল; কিন্তু সে কাহারও সুঃখ নিৰ্ব্বিকার ভাবের কোন পরিবর্তন -দেখিতে পাইল না ; সকলেই'নিৰ্ব্বাক । সে তাহাদিগকে নৈশ ভোজে নিমন্ত্রণ করিলে তাহার તેઃ নিৰ্ব্বিকার চিত্তে তাহার নিমন্ত্রণ গ্রহণ করিত, সেইরূপ অবিচল ঔদাস্তভরেই স্কটল্যাণ্ড ইয়ার্ডের একজন স্বদক্ষ কৰ্ম্মচারীর হত্যার আদেশ শ্রবণ করিল--যেন কণযটি 母 ー