পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

నby পীতাতঙ্কের প্রতিকার মদ্য পান করিয়াছিলাম বটে। তোমার ভবিষ্যৎদৃষ্টি অত্যন্ত প্রখর, হো-লি ।” ওয়াকার রহস্ত ভেদে অসমর্থ হইয়া হো-লির গৃহত্যাগ করিয়া বাহিরে আসিল । ওয়াকার প্রস্থান করিলে হো-লি কয়েক মিনিট নিস্তব্ধ ভাবে বসিয়া রহিল, এবং শিং-বাধানে চশমার ভিতর দিয়া শূন্ত দৃষ্টিতে বাহিরের দিকে চাহিতে লাগিল । o দীর্ঘকাল পরে সে অস্ফুট স্বরে বলিল, “হাই-আই-ই, লোকটি খুব থাটি লোক ; কিন্তু এই সকল ব্যাপারে অত্যন্ত সতর্ক ভাবে কায করাই হো-টিংএর উচিত ছিল । হপ-সিং দলের লোক সেই রাত্রে বাহিরে গিয়া বিপ্লবীদের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিয়াছিল, এই সংবাদ আমি গোপন রাখাই বাঞ্চনীয় মনে করি। সত্য গোপন করায় ইনস্পেক্টর মুখ ভার করিয়া চলিয়া গেল বটে, কিন্তু উপায় কি ? বিপ্লববাদীদের বিধ্বস্ত করিবার জন্য আমাদের দলের লোক যথাসাধ্য চেষ্টা করিয়াছে, পুলিশ তাহদের সাহায্যে কৃতকাৰ্য্য হইয়াছে ; কিন্তু সে কথা প্রকাশ করিয়া লাভ কি ? বিপ্লবীদের বিধ্বস্ত করিবার জন্ত পুলিশকে সাহায্য করা আমাদের অবত কৰ্ত্তব্য ; কিন্তু তাহা গোপন রাখা নানা কারণে সঙ্গত, এমন কি, অপরিহার্য । ইনস্পেক্টরের নিকট সত্য কথা প্রকাশ করিলে তাহা চারি দিকে প্রচারিত হইত ; আমরা বিপন্ন হইতাম।”

  • কী, ওখানে আছ কি ?” বলিয়া হো-লি কোমল স্বরে আহবান করিতেই তাহার প্রিয়তমা পত্নী সেই কক্ষে প্রবেশ করিয়া তাহার .আদেশের প্রতীক্ষায় দাড়াইয় রছিল।

হো-লি বলিল, “আমার হু কাটা আনিয়া দিয়া যাও । তোমর ** Toca—winto go «tatutor of (pigs of wives) wift