পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ునవ আমার দুই পাশে দাড়াইয়া আমাকে পাখী কর ; যেন আমায় বিশ্রামের ব্যাঘাত না হয় ! যাও, তাহাকে ডাকিয়া অীনে ৷” কী মাথা নাড়িয়া বলিল, “হি হাউ !” হো-লি কয়েক মিনিট ধূমপান করিয়া শয্যায় শয়ন করিল। তাহার দুই পাশে চন্দনকাঠের দুইখানি পাখা আন্দোলিত হওয়ায় সে আরামে ঘুমাইতে লাগিল , কিন্তু পাথার আন্দোলন মন্দীভূত হওয়ায় হঠাৎ তাহার নিদ্রাভঙ্গ হইল। • সে পাশ ফিরিয়া শুইয়া মুদিত মেত্রে মনে মনে বলিল, “এই হারামজাদীরা আমাকে ঘুমাইতে দেখিলেই তাহাদের *fcisa of 4-5 of to (these pigs of women will desist from their labour as soon as I, seek slumber) fo sists কম চালাক নহি, আমি ঘুমাইয়াছি এইরূপ ভান করিয়া পড়িয়া থাকি ; যখন দেখিব তাহারা আমার আদেশ অগ্রাহ করিয়াছে, তখন—তখন আর কি ? উহাদের এক একটাকে ধরিয়া উত্তমরূপ প্রহার দান করিব।” ( I shall give them each a fine beating.) এইরূপ চিন্তায় আত্মপ্রসাদ লাভ করিতে করিতে ভবিষ্যৎদশী দার্শনিক প্রবর গাঢ় নিদ্রায় অভিভূত হইল । 粥 来 ডি ডি বিপ্লবী চীনামাদের সহিত যুদ্ধে আহত হওয়ায় কিছুদিন বিশ্রামের প্রয়োজনীয়তা অনুভব করিয়াছিলেন ; এজন্য তিনি তিন মাসের ছুটী লইয়া দেশাস্তরে যাত্র। করিয়াছিলেন। সেখানে স্বাস্থ্য সঞ্চয় করিয়া তিনি স্বদেশে প্রত্যাগমন করিলে, তাহার বন্ধুবৰ্গ ও সহকৰ্ম্মীরা তাহাকে সবল ও কৰ্ম্মক্ষম দেখিয়া আনন্দ্রিত হইলেন । ওয়াকার অফিসে তাহার সঙ্গে দেখা করিতে আসিলে তিনি প্রথমেই 崇