পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇe o পীতাতঙ্কের প্রতিকার জিজ্ঞাসা করিলেন, “ডিভট তাহার অপকর্মের উপযুক্ত প্রতিফল পাইয়াছে ?” ওয়াকার বলিল, “হঁ। তাহার প্রাণদণ্ডের সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। আজ ঠিক একমাস হইল তাহার ফাসি হইয়াছে।” ডি ডি বলিলেন, “আর বিষ তত্ত্ববিশারদ ডাক্তার লু—যে তাহার আবিষ্কৃত অমোঘ বিষের সাহায্যে গ্রেট ব্রিটেনের জগদ্ব্যাপী আধিপত্য, ব্রিটেনের জ্ঞান-গরিমা, শিক্ষ, সভ্যতা, শিল্প, বাণিজ্য এবং শক্তি—যে শক্তিতে গ্রেট ব্রিটেন আজও অক্ষুন্ন গৌরবে সমুদ্র-তরঙ্গ নিয়ন্ত্রিত করিতেছে, (rules the waves-) এ সমস্তই বিধ্বস্ত করিয়া পাশ্চাত্য ভূখণ্ডে এক পাশ্চাত্য জাতির আশ্রয়ে ড্রাগনাঙ্কিত পতাকা উত্তোলনের স্বপ্ন দেখিতেছিল—তাহারও ত মৃত্যু হইয়াছে ? আমার বিশ্বাস, ডাক্তার লুর মৃত্যুর সঙ্গেই সবুজ ত্রিভুজ নামক বিভীষিকাবাদীদের সমিতির অস্তিত্ব বিলুপ্ত হইয়াছে।” ইন্‌স্পেক্টর ওয়াকার বলিল, “এইরূপই ত আশা করি ; কিন্তু বিপ্লবী চীনাম্যানগুলা হো-লির গুপ্তচর আউ-সামকে হত্যা করিয়া প্রতিহিংসার পরিচয় দিয়াছে । হো-লির সম্প্রদায়ভুক্ত শান্তিপ্রিয় চীনামানদের সাহায্য ন। পাইলে আমরা বিভীষিকাবাদীদের দমন করিতে পারিতাম না ; সম্ভবত: দীর্ঘকাল আমাদের চেষ্ট। বিফল হইত ; আর একথাও সত্য যে, আউ-সাম বিপ্লবীদের দলে মিশিয়া ও ভাবে আমাকে পিস্তল দিয়া সাহায্য না করিলে আমি কখন তাহাদের কবল হইতে faşss wits of to ottfärsta ai i" (I should never escaped ) ডি ডি তীক্ষ দৃষ্টিতে ওয়াকারের মুখের দিকে চাহিয়া বলিলেন “দেখ ওয়াকার, পুলিশ আমাদের সঙ্কটময় মুহূর্বেই আমাদিগকে সাহায্য