পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার নিরপরাধ ব্যক্তি অকারণ প্রাণ হারায়, নিহত ব্যক্তির স্ত্রীপুত্রাদি নিরাশ্রয় হয়, এবং এই অত্যাচারের প্রতিফল প্রদানের জন্য মৃতের আত্মা অলক্ষ্য ইঙ্গিতে প্রবল রাজশক্তিকে বিচলিত করে ; তখন উদ্যত রাজদণ্ড হইতে প্রকৃত নিরহেরাও মুক্তিলাভ করিতে পারে ন! ; একের অপরাধে বহু লোক দণ্ড ভোগ করে । এ অবস্থায় অপর ধীর। যে জাতির লোক সেই জাতির প্রতিষ্ঠাপন্ন, স্বদেশের কল্যাণ প্রাগী সম্রাস্ত ব্যক্তিদের সহায়তা অপরিহার্য্য । তাহাদের আস্তরিক চেষ্টায় বিপ্লবদমন অপেক্ষাকৃত সহজ-সাধ্য হওয়াই সম্ভব । আমি স্বীকার করি হো-লির অনেক দোষ—কিন্তু সে অামাদিগকে যথাসাপ্য সাহায্য করিয়াছিল। হো-মিং নামক সম্প্রদায়ভুক্ত বিপ্লবীদের সচিত হপ-সিং সম্প্রদায়ের শক্রতা থাকায় সে বিপ্লবী উচ্ছেদের চেষ্ট। করিয়াছিল ; কিন্তু আমরা তাহার নিকট ষে উপকার পাইয়াছি —তাহা অস্বীকার করিব না, এই জন্তই আমি অঙ্গীকার পালন করিব । সেই বুড়ো রাস্কেলের চেষ্টা সফল হওয়াতেই আমি বিশ্রাম-ভোগের জন্য তিন মাসের ছুটী পাইয়াছিলাম ; এজন্য সে আমায় নিকট উৎসাহ লাভের যোগ্যপার। হো-লি হো-মিং সম্প্রদায়কে নিৰ্ম্মল করিবার স্বযোগ পাওয়ায় খুসী হইয়াছিল, তাহার উপর এই পাচ শে। *Isès issè I" (Ho-Lee gets the satisfaction of having ২০৩ cleaned up the Ho-Ming and five hundred pounds to boot. ওয়াকার বলিল, “তাহা হইলে কোন সম্প্রদায়ের লোক বিপ্লববাদের সযর্থন করে না, তাহাদিগকে শক্ৰ মনে করে, তাহদেব খুজিয়া বাহির করিতে হইবে ?” মিঃ পিয়ারসন বলিলেন, “ই তাহাই প্রয়োজন ; কিন্তু বিপ্লবীদের