পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२रे পীতাতঙ্কের প্রতিকার গুলির সঙ্গে কি রকম চালাকি করিয়াছি তাহা তাহারা বুঝিতে পারে নাই ; তাহার একে একে থলি হইতে বীজপূর্ণ যে মোড়কগুলি তুলিয়৷ লইয়াছিল, সেই সকল মোড়কের মধ্যে সাতটি সাদা বীজ ও একটি কালো বীজ ছিল--ইহাই তাহদের বিশ্বাস । তাহারা জানে কালো বীজটি যাহার হাতে পড়িবে—সে ভিন্ন অন্য কেহ সে কথা জানিতে পরিবে না ; তাহার অস্তিত্ব অন্ত সকলেরই অজ্ঞাত থাকিবে । কিন্তু আমি তাহাদিগকে যে ভাবে প্রতারিত করিয়াছি, আমার বিশ্বাস, সেই & Stoti TNoxçios I ( I was justified in my deception.) আমি যে আটটি বীজ কাপড়ের মোড়কে পুরিয়া রাথিয়াছিলাম, সেই আটটিই কালো বীজ ; সাদা বীজ আমি একটিও রাখি নাই ! আমি স্বীকার করি, এই কার্য্যে আমাদের সম্প্রদায়-নির্দিষ্ট বিধি নিয়ম লঙ্ঘন করিয়াছি ; কিন্তু আমার চাতুর্য্যের ফলে এই স্থবিধা হইয়াছে যে, একজনের পরিবর্তে আমি আটজনকে ইনস্পেক্টর ওয়াকারের হত্যায় নিযুক্ত করিতে পারিয়াছি ; একজনের পরিবর্তে আটজনের প্রত্যেকেই তাহাকে হত্যা করিবার চেষ্টা করিলে সেই চেষ্টা বিফল হইবে না।” পল মাথা ঝাকাইয়া ডাক্তার મૂરેિ উক্তির সমর্থন করিল ; এই ব্যবস্থা তাহার মনের মত হইয়াছি । সে ক্ষণকাল চিস্তা করিয়া বলিল, “কিন্তু কমিশনারটার সম্বন্ধে } কিরূপ ব্যবস্থা হইবে ? পিয়ারসন ওয়াকারের সহিত একযোগে কায করিতেছে। ইনস্পেক্টর যাহা জানে, পিয়ারসনও তাহ জানিতে পাৰ্বিৰে ।” ডাক্তার লু তাহাকে খুসী করিবার জন্য বলিল, “ওয়াকার এখন পৰ্য্যস্ত কিছুই জানিতে পারে নাই, জানিতে পরিবেও না ; কারণ আগামী কলাই সে নিহত হইবে। হো-মিং সম্প্রদায়ের সভ্যেরা এই সহজ কাৰ্য্য সাধনে অসমর্থ হইবে না।” !,