পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 পীতাতঙ্কের প্রতিকার । ওয়াকার ডেক্সের উপর ঝুঁকিয়া-পড়িয়া বৈদ্যুতিক ঘণ্টায় আঙ্গুলের খোচা দিল । কেরানী কন্‌ষ্টেবল জোন্স মুহূৰ্ত্ত পরে সেই কক্ষে প্রৰেশ করিল। ওয়াকার অপ্রসন্ন দৃষ্টিতে জোন্সের মুখের দিকে চাহিয়া বলিল, “তুমি কি খবরের কাগজের রিপোর্টারগুলার কাছে অফিস-সংক্রান্ত কোন সংবাদ প্রকাশ করিয়াছিলে ?” কন্‌ষ্টেরল জোন্স সবেগে মাথা নাড়িয়া ইনস্পেক্টর ওয়াকারের অভিযোগ অস্বীকার করিল। ওয়াকার বলিল, “বেশ, তুমি এখন যাইতে পার ।”—তাহার পর সে তাহার টুপিট তুলিয়া লইল, এবং তাহার কোটের গলার বোতামগুলি তাটিতে আঁটিতে বলিল, “আমি এখন বাহিরে চলিলাম। আবহাওয়া দেখিয়৷ গ্ল্যাসগোর কথা আমার মনে পড়িতেছে । বার্মিংহাম-পুলিশের যক ম্যাকডোগাল কখন আমার সঙ্গে ফ্রগেটের একটা বাড়ীতে তদন্ত করিতে গিয়াছিল, সে কথা কি পূৰ্ব্বে আপনাকে বলিয়াছিলাম ?” . ডি ডি বলিলেন, “হা, বলিয়াছিলে ಜ್ಯ কি !—একবার কেন, কয়েকবারই তাহা অামাকে বলিয়াছিলে । যাহা হউক, আমিও এখন বাড়ী চলিলাম। আজ রাত্রে একটা মুখরা বেতীর সঙ্গে আমাকে বুঝা-পড়া করিতে হইবে ; সেজন্য সময় নির্দিষ্ট আছে।” ওয়াকার ছাতি খুলিতে খুলিতে বলিল, “আপনার হাতের কার্য আর ফুরায় না ! ইহার পর আপনি যখন কাৰ্য্যাস্তরে মনোনিবেশের হুযোগ পাইবেন তখন হেনরী ডিভটের নথি-পত্রগুলি পরীক্ষা করিয়া দেখিবেন ।” ডি ডি বলিলেন, “তাহার নূতন কোন অপকর্মের সন্ধান পাইয়াছ না কি ? ኳ •