পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հե' পীতাতঙ্কের প্রতিকার বাব-পত্রে মুসজ্জিত। সে চারি দিকে চাহিয়া তাহার গৃহসজ্জা নিরীক্ষণ করিতেছিল। নিং-পো হইতে আনীত কাঠের আসবাবগুলির শিল্পনৈপুণ্য প্রশংসনীয়। প্রসারিত গালিচাথানি প্রাচ্য ভূখণ্ডে প্রস্তুত । পর্দাগুলিতে কালো রেশম ও সোনালী জরী দিয়া যে সকল চিত্র গ্রথিত হইয়াছিল তাহ মধ্যযুগের কনফুসির পারিবারিক জীবনের চিত্র । ধূপ ধারে ধূপ জলিয়; সেই কক্ষ মৃদু সৌরভে পূর্ণ করিতেছিল । হে-লি নিস্তব্ধভাবে সেই ধূপাধারের দিকে নির্নিমেষ নেত্রে চাহিয়৷ ছিল ; পাশ্ববৰ্ত্তী একটি কক্ষে চীন দেশীয় ঐকতানিক বাদ্য ধ্বনিত হইতেছিল। একতারার ও ঢঙ্কার মিশ্রধ্বনি শ্রুতিমধুর না হইলেও তাহা সমান উৎসাহে বাজিতে লাগিল। কিছুকাল পরে একটি গায়িক সেই বাদ্যের তালে তালে গান গাহিতে লাগিল ; হো-লির মস্তকও সেই সঙ্গে আন্দোলিত হইতে লাগিল । রমণী চীন দেশীয় কবি লিন-হুই-রচিত একটি বিরহ-সঙ্গীত গাহিতে ছিল ; তাহ শুনিয়া হো-লি মনে মনে বলিল, “আহ। বেচারা পতিবিরহে খেদের গান গাহিতেছে। উহার/মনের কষ্ট লাঘব করিবার জন্য উহার স্বামীর কোন ব্যবস্থা করিয়া যাওয়া উচিত ছিল । আমার তিনটি স্ত্রী, কিন্তু সৌভাগ্যক্রমে তাহদের কাহাকেও বিরহ-যন্ত্রণ। সহ করিতে হয় না। আমার প্রেমে তাহার। সকলেই সুখী ।”—সে করতালি দিতেই তাহার কনিষ্ঠা পত্নী অন্য কক্ষ হইতে তাহার সম্মুখে আসিল । হো-লি তাহাকে বলিল, “আ-উই, আমার হু কাট’ (water pipe ) দিয় যাও।” আ-উই তৎক্ষণাৎ তাহার আদেশ পালন করিল। সেই সময় ওয়াকার কর্দমাক্ত পরিচ্ছদে সেই কক্ষে প্রবেশ করিল। তাহাকে দেখিয়া অ-উই লজ্জিত ভাবে অন্য কক্ষে পলায়ন করিল ।