পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sඑය পীতাতঙ্কের প্রতিকার মঙ্গোলিয়ান। শারীরিক বলের তুলনায় মঙ্গোলিয়ানরাই পৃথিবীর শ্ৰেষ্ঠজাতি সমূহের অন্যতম। ক্যান্টনের এবং দক্ষিণ চীনের সকল চীনাম্যানের প্রকৃতি তোমার স্থবিদিত ; সুতরাং বুঝিতে পারিয়াছ— তোমার আততায়ী মঙ্গোলিয়ান ভিন্ন অন্য কেহ নহে। সে হে-লিং দলের বিপ্লববাদী। ভবিষ্যতে তুমি জীবনরক্ষার জন্ত সতর্ক থাকিবে— ইহাই আমার উপদেশ । এই উপদেশ সৰ্ব্বদা স্মরণ রাখিবে । আমার ইচ্ছ, আমি আমাদের হপ-সিং দলের অস্ত্রধারীদের সাহায্য গ্রহণ করি । আমাদের হুপ-সিংদলের অস্ত্রধারীদের শক্তি সামর্থ্যে আমরা নির্ভর করিতে পারি।” ওয়াকার বলিল, “না, হো-লি ! আমি তোমার এই প্রস্তাবের সমর্থন করিতে পারিলাম না। আমরা ঐরূপ সাহায্য গ্রহণে অনিচ্ছুক । আমরা নানা ভাবে বিপন্ন ; তাহার উপর আর কোন নূতন বিপদের সম্মুখীন হইতে আমার ইচ্ছা নাই।” ওয়াকার হো-লির মুখের দিকে তীক্ষুদৃষ্টিতে চাহিয়াছিল, এজন্য সে টেবিলের পশ্চাতে লুক্কায়িত আ-উইকে দেখিতে পাইল না ; এমন কি, তাহার যুদ্ধ শ্বাস-প্রশ্বাসের শব্দও শুনিতে পাইল না। ওয়াকার বলিল, “দেখ হো-লি, আমার বিশ্বাস, এই নগরের কোন চীনাম্যান আমাকে হত্য। কবির চেষ্টা করিতেছে ; কেবল আমাকেই নহে, সে আমার উপরওয়ালাকেও হত্যা করিবার জন্য . উৎসুক ।” 受 ն হো-লি অত্যন্ত গম্ভীর ভাবে বলিল, “আমারও সেইরূপ ধারণ " আমরা চীনামান, অনেক কথাই আমরা শুনিতে পাই ; এই অঞ্চলে যে সকল অদ্ভুত ঘটনা ঘটিয়াছে, তাহাও তোমাকে বলিতে পারি।” টেবিলের পশ্চাতে আ-উই লুকাইয়া ছিল, সে ধীরে ধীরে একখান