পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ○> তীক্ষুধার ছোরা কোষমুক্ত করিল। ছোরাখানি সে বুকের কাছে লুকাইয়া রাখিয়াছিল, সেই জন্য কেহ তাহা দেখিতে পায় নাই । ছোরাখনি হাতে লইয়া সে ওয়াকারের ছয় ফিট তিন ইঞ্চি দীর্ঘ দেহের দিকে চাহিয়। ভাবিতে লাগিল, “স্ববিখ্যাত হো-লি যেমন মোট সেই রকম নিট্রপিটে ; সে যে তাড়াতাড়ি উঠিয় দাড়াইবে, সে শক্তিও উহার নাই । এ অবস্থায় যদি আমি উহাকে এবং এই সাদ বিদেশী ভূক্তটাকে হত্যা করি—তাহা হইলে কি আমি ধরা পড়িব ?” কিন্তু এই রূপ চিন্তা করিতে করিতে তাহার স্বঘোগ নষ্ট হইল ; কারণ ওয়াকার তাহার দিকে পিছন ফিরাইয়া বসিয়৷ থাকিলেও হঠাৎ উঠিয়া দাড়াইল । তাহার পর সে হো-লির প্রদত্ত একখানি ক্ষুদ্র পত্র লইয়া পকেটে ফেলিল এবং নি:শব্দে সেই কক্ষ ত্যাগ করিল ; কিন্তু সে আ-উষ্টকে দেখিতে পাইল না। ওয়াকার প্রস্থান করিলে হো-লি চিন্তাকুল চিত্তে ধূমপান করিতে লাগিল । অ-উই ধরা পড়িবার ভয়ে কঁাপিতে লাগিল । সে হো-লির অদৃষ্ঠভাবে পলায়নের হযোগ পাইল না। হো-লি গম্ভীর স্বরে ডাকিল, “আ-উই!” মা-উই সভয়ে তাহার যুমুখে অসিলে সে বলিল, “আ-উই, তোমার কাছে ছোরা আছে r; অ-উই সঙ্কল্প স্থির করিয়া বলিল, “ই আছে ; এই সেই ছোরা । আমি হো-মিং সম্প্রদায়ের আদেশে এই ছোরা দ্বারা আপনাদিগকে হত্যা করিতে আসি আছিলাম।”—সে ছোরাখানি হো-লির সম্মুখে তুলিয়। ধরিল।” সেই সময় হো-লি তাহার প্রথম পত্নীর গর্ভজাত সস্তান হো-টংকে মান্ধান করিবামাত্র হো-টিং ছুরিক হস্তে তাহার বিমাতার পশ্চাতে