পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ○○ ওয়াকার মহাফেজখানা হইতে ফিরিতেছিল ; সেই সময় আফিসের কেরানী কনষ্টেবল জোন্সের সহিত তাহার সাক্ষাৎ হইল । জোন্স বলিল, “ইনস্পেক্টর, একজন চীনাম্যান আপনার সঙ্গে দেথা করিবার আশায় নীচে দাড়াইয়া আছে। আপনাকে তাহার কি কথা বলিবার আছে—তাহ। তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলাম ; কিন্তু সে কোন ও কথ। আমার নিকট প্রকাশ করিতে সম্মত হইল না।” জোন্সের কথা শুনিয়া ওয়াকার তৎক্ষণাৎ নীচে নামিয়া গেল, কিন্তু সে পূৰ্ব্বোক্ত চীনাম্যানকে দেখিতে পাইল না । 塘 ওয়াকার সার্জেণ্টকে জিজ্ঞাসা করিলে সার্জেন্টু বলিল, “ইr ইনস্পেক্টর, কয়েক মিনিট পূর্বে একজন চীনাম্যানকে এখানে দেখিয়াছিলাম বটে, সে জোন্সের সঙ্গে কথা কহিতেছিল। সে বলিল, সে আর অধিক কাল এখানে অপেক্ষা করিতে পারিবে না ; এইজন্য আমার কাছে একটি পাশেল রাখিয় তাহা আপনার হাতে দেওয়ার জন্য আমাকে অকুরোধ করিয়াছিল !” সার্জেণ্ট তাহার ডেক্স খুলিয়া ছয় ইঞ্চি দীর্ঘ ও বস্ত্রাবৃত একটি বাশের চোঙা বাহির করিল, এবং তাহা ঘুরাইয়া ফিরাইয়া দেখিয়া ইনস্পেক্টর ওয়াকারের হাতে দিল । : ওয়াকার সেই চোঙাটি সতর্ক ভাবে হাতে লইল । সে এইভাবে প্রেরিত বিপদজনক পার্শেল পূৰ্ব্বেও পাইয়াছিল ; এইজন্য তাহার সন্দেহের যথেষ্ট কারণ ছিল । সে সেই চোঙাটি হাতে লইয়া নিজের আফিসে প্রবেশ করিল এবং তাহ ডেক্সের উপর রাখিয়া, ডেক্সস্থিত ফোনের সাহায্যে ডি ডিকে আহবান করিল। সহকারী কমিশনর পিয়ারসন তৎক্ষণাৎ তাহার অফিস-ঘরে প্রবেশ করিলেন । • ওয়াকার বলিল, “দরজাটা বন্ধ করিয়া আমুন ।”