পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やや পীতাতঙ্কের প্রতিকার ডি ডি দ্বার রুদ্ধ করিয়া ওয়াকারের সম্মুখে উপস্থিত হইলেন ; তখন ওয়াকার তাহার ডেক্সের দেরাজ হইভে একটি দীর্ঘ বাতি বাহির করিয়া তাহা জালিয়া লইল । ডি ডি বাশের চোঙাটি দেখিয় কৌতুহল ভরে বলিলেন, “ওটি কি জিনিস ? আর তুমি বাতিই বা জালিলে কেন ?” ওয়াকার বলিল, “আপনার কিরূপ অকুমান ?” ডি ড়ি বলিলেন, “ও রকম জিনিস আমি পূৰ্ব্বেও দেখিয়াছি ; উহার ভিতর কি কোন গোপনীয় চিঠি পত্র আছে ?” সহকারী কমিশনার ডি ডি মালয় দ্বীপে কিছু দিন পুলিশ-কমিশনারের পদে নিযুক্ত ছিলেন ; এজন্য প্রাচ্যদেশ-প্রচলিত আচার ব্যবহারাদি সম্বন্ধে তাহার অভিজ্ঞতা ছিল । ওয়াকার বলিল, “এই চোঙার ভিতর চিঠি-পত্র থাকিতেও পারে , কিন্তু ইহা সবুজ ত্রিভুজ সম্প্রদায়ের প্রেরিত কোন উপহার কি না-এ বিষয়ে আমি নিঃসন্দেহ হইতে পারি নাই । আমার মত কৰ্ম্মচারীকে হারাইলে স্কটুল্যাণ্ড ইয়ার্ডের কোনও ক্ষতি হইবে না, এ কথাই বা কিরূপে বলি ? সুতরাং একটু সতর্ক থাকাই কৰ্ত্তব্য ।” বঁাশের চোঙাটির মুখ গালা গলাইয়া আঁটিয়া দেওয়া হইয়াছিল ; ওয়াকার বাতির জলন্ত পলিতাটি সেই গালার উপর ধরিয়া গালাটুকু গলাইতে আরম্ভ করিল । তাহা দেখিয় ডি ডি বলিলেন, “উহার ভিতর কি কোনও সাংঘাতিক জিনিস আছে বলিয়া তোমার আশঙ্কা হইয়াছে ?—সে কিরূপ জিনিস মনে করিতেছ ?” ওয়াকার বলিল, “যে-কোন রকম ভয়ঙ্কর জিনিস থাকিতে পারে ; কি আছে না দেখিয়া কি করিয়া বলি ? এখনই তাহ জানিতে পারিব।” মুহূৰ্ত্ত পরে বাতির অগ্নিশিখার উত্তাপে চোঙার মুখের গালাটুকু