পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ©ዓ গলিয়া ঝরিয়া পড়িতেই চোঙার মুখ আলগা হইল ; সঙ্গে সঙ্গে ফোস করিয়া একটা শব্দ হইল, এবং ক্ষুদ্র জোকের মত একটি সবুজ বর্ণ সরীস্বপ মেঝের উপর পড়িয়া ক্ষুদ্র লাস্কুলটি আস্ফালন করিতে লাগিল । (lashing its minute tail.) ওয়াকার সেই সরীস্থপটির দিকে চাহিয়া সবিস্ময়ে বলিল, “কি সৰ্ব্বনাশ ! এ যে সাপ!”—সে জুতার গোড়ালির আঘাতে সাপটকে মারিয়া ফেলিয়া, তাহার লেজ ধরিয়া উচু করিয়া তুলিল ; তাহার পর ডি ডিকে লক্ষ্য করিয়া বলিল, “চার ইঞ্চি লম্বা সাপ ! আমি মনে করিয়াছিলাম—চোঙার ভিতর না জানি কি ভয়ঙ্কর জিনিসই আছে T কিন্তু উহার ভিতর হইতে ছোট কেঁচোর মত একটা সাপ বাহির হইল ! এটাকে ভয় করিবার তেমন কোন কারণ ছিল কি ? দেখিয়া ত খুব ভয়ঙ্কর মনে হয় না।” ডি ডি সেই সাপটার দিকে চাহিয়া আতঙ্কবিহবল স্বরে বলিলেন, “উলার পুলচোক ! আমি মালয় দেশে এই জাতীয় সাপ দেখিয়াছি । উহার জলে বাস করে। এই ক্ষুদ্র সবুজ সাপগুলি মালয়দেশে উলার পুলচোক’ নামে প্রসিদ্ধ। ওয়াকার, সৌভাগ্যক্রমে তুমি অল্পের জন্য *issol footo: 1 (you have had a narrow escape t ) of তুমি ঐ চোঙার মুখের গালা ওভাবে না গলাইয়া আঙ্গুলের খোচা দিয়া .ভাঙ্গিয়া ফেলিতে, তাহ হইলে চোঙার মুখ আলগা হইবামাত্র সাপট তোমার আঙ্গুলে ছে৷ মারিত, এবং সেই মুহূৰ্ত্তেই তোমার মৃত্যু হইত। তোমার মৃতদেহ এতক্ষণ আমার সম্মুখে পড়িয়া থাকিতে দেখিতাম ! অতটুকু সাপ, কিন্তু উহার বিষ র্যাটল সাপের বিষ অপেক্ষা অনেক অধিক তীব্র । এ সাংঘাতিক সাপ ! উহার দংশনের সঙ্গে সঙ্গে মৃত্যু অপরিহার্ষ্য ।”