পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ডেক্সের উপর একরাশি কাগজ ছিল। সেই সকল কাগজ দেখিয়া তিনি তাহাতে মন্তব্য লিখিবেন, এই উদ্দেশ্যেই সেগুলি তাহার নিকট পেশ করা হইয়াছিল । যে কাগজখানি সেই কাগজগুলির উপরে ছিল, তাহা তিনি তুলিয়া লইয়া কেরানীটির সম্মুখে নিক্ষেপ করিলেন এবং গম্ভীর স্বরে বলিলেন,"একি ব্যাপার জোন্‌স্‌! দেখিয়া মনে হইতেছে ইহা কোন জুতা-পলিশের বিজ্ঞাপন ইহ, আমার ডেক্সের উপর কেন ?” জোনস বলিল, “ইনস্পেক্টর ওয়াকারের আদেশে উহ। আপনার ডেক্সে রাখা হইয়াছে। আপনি ছুটী লইয়া স্থানান্তরে না যাইলে উহার মৰ্ম্ম ঠিক বুঝিতে পারিতেন।" জোনসের কথা শুনিয়া ডি ডি ভ্রভঙ্গি করিলেন ; তাহার পর ম্যাচ জালিয়া চুরুট ধরাইরা লইয়া জোনসকে গম্ভীর স্বরে বলিলেন, “ডাক ইনস্পেক্টর ওয়াকারকে " অতঃপর তিনি সেই কাগজখানি হাতে তুলিয়া লইয়া পরীক্ষা কল্পিতে লাগিলেন । কাগজখানি মস্বণ, কিন্তু খড় মড়ে । তিনি তাহার এক প্রাস্তে জিহবা স্পর্শ করিলেন, এবং সেই রসনারসসিক্ত অংশে দৃষ্টিপাত করিয়া বলিলেন, “ইহা প্রায় ব্লটিং কাগজের মত।” কিন্তু কাগজখানির মধ্যস্থলে সবুজ বর্ণের একটি ত্রিভুজ অঙ্কিত ছিল। তিনি পকেট হইতে মাপের ফিতা বাহির করিয়া, ত্রিভুজের প্রত্যেক বাহুব দৈৰ্ঘ্য মাপিয়া দেখিলেন। তিনি ফিতাটি পকেটে রাখিতেছিলেন সেই ময় ইনস্পেক্টর ওয়াকার তাহার সম্মুখে উপস্থিত হইল । ইনস্পেক্টর জন ওয়াকারের আকার প্রকার দেখিলে যে কেহ বলিতে পারিত এ ব্যক্তি পুলিশ। তাহা জুতার আগ হইতে গোফের ডগা পৰ্য্যন্ত পুলিশের বৈশিষ্টে পূর্ণ, নাস্থি দেহ স্বদীর্ঘ, কিন্তু দাড়াইবার সময় ঈষৎ কুঞ্জ দেখায়। মুখ ফজলি আমের মত লম্বাটে ; কিন্তু মুখের ভাব শাস্ত,