পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার క్రిx ওয়াটারসন উত্তেজিত স্বরে বলিলেন, “আমি এই ব্যাপারের তদন্তভার তোমার হস্তে অপণ করিলাম। এখন অন্ত সকল কাৰ্য বন্ধ করিয়া দাও। যদি প্রয়োজন হয় তাহ হইলে তোমার বিভাগের প্রত্যেক কৰ্ম্মচারীকে এই কার্য্যে নিযুক্ত করিবে। যদি আরও অধিক লোকের সাহায্য গ্রহণ করিতে চাও—তাহা হইলে আমাকে সে কথা জানাইবে । যেরূপে পার এই রহস্য ভেদ করিবে । আমি ইহার ফল দেখিতে চাই । তুমি যে প্রণালীতে কায চালাইতে চাও—তাহাই করিতে পুরে । যাহা কৰ্ত্তব্য মনে করিবে তাহাই করিবে, তাহাতে আমার আপত্তি নাই $ কিন্তু যে নরপশু এই সকল অপকর্মের মূল, তাহাকে পাকড়াইতে চাও, ই, তাহাকে খুজিয়া বাহির করিখে, এবং সে ধরা পড়িবার সকল স্বত্র গোপন করিয়া কি কৌশলে এই ভাবে গুপ্তহত্যা করিতেছে— তাহাও তোমাকে আবিস্কার করিতে হইবে।” পিয়ারসন বলিলেন, “ই মহাশয়, আপনার আদেশ পালিত হইবে । ইনস্পেক্টর ওয়াকার আপনার সম্মুখেই উপস্থিত ; উনি ইতিমধ্যেই তদন্ত আরম্ভ করিয়াছেন । ਬ(ਅਜਿ যে স্থত্রের কথা বলিলেন, আমি তাহাকে স্বত্র বুলিতে প্রস্তুত নহি ; কারণ স্বত্র অপেক্ষ তাহ অনেক অধিক *To I’ (because it's stronger than a clue.) চীফ কমিশনর এবার ইনস্পেক্টর ওয়াকারের মুখের দিকে চাহিয়া বলিলেন, “ওয়াকার, যদি তোমার চেষ্টায় এই বদমায়েসের দল বিধ্বস্ত হয় তাহা হইলে এক সপ্তাহ মধ্যে তোমাকে স্বপারিনটেনডেন্ট *foil for I" ( I'll have you a ‘super” in a week.) ওয়াকার টেবিল হইতে ঝুপ করিয়া নীচে নামিয়া পড়িল । চীফ, কমিশনার তীক্ষ দৃষ্টিতে তাহার মুখেরদিকে চাহিলেন। ওয়াকার মাথা তুলিয়া উৎসাহ ভরে বলিল, “কৰ্ত্তব্য পালনে আমার ক্রটি হইবে