পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কেরপ্রতি কার 89 না, তোমার দোষ কি ? তুমি দেখ–আমি কোন জিনিস কি ভাবে থাই ; তাহা হইলে এ রকম মজলিসে আহারের প্রণালী শিখিয়া লইতে পারিবে ; নতুবা অন্যান্য ভোক্তা তোমাকে বর্বর ভাবিয়া মনে মনে হাসিবে ।” ডি ডি আহার করিতে করিতে একজন ভোক্তার প্রশস্ত পিঠ দেখিতে পাইলেন ; একটি বিপুল-দেহ পুরুষ অন্য দিকে মুখ ফিরাইয়া আহার করিতেছিল। ডি ডির মনে হইল সেই লোকটিকে তিনি পুৰ্ব্বে কোথাও দেখিয়াছিলেন। তিনি ওয়াকারের বাহুমূল স্পর্শ করিয়া লোকটিকে দেখাইয়া দিলেন । ཡོངས་གང་ ওয়াকার বলিল, “উহার সম্মুখের দেওয়ালে যে আয়ন ঝুলিতেছে তাহাতে উহার মুখ দেখিতে পাইয়াছি।” ডি ডি অহার করিতে করিতে হঠাৎ সোজা হইয়া বসিয়া একটু চমকাইয়া উঠিলেন ; কারণ সেই লোকটির দক্ষিণ কানের নীচের পাতা কাটা দেখিলেন । ওয়াকাবু তাহ দেখিয়া উৎসাহিত হইল, এবং আনন্দ প্রকাশ করিল। ওয়াকার ডি ডিকে বলিল, “বেয়াদপি মাফ করিবেন।”—সে তৎক্ষণাৎ উঠিয়া সেই লোকটির টেবিলের নিকট উপস্থিত হইল ; তাহার পর হাসিয়া তাহাকে সম্বোধন করিয়া বলিল, “আমার পুরাতন বন্ধু হারী ডিভটু যে !”—ওয়াকার তাহার পাশে বসিয়া পড়িল । লোকটি অাহার করিতে করিতে মুখ ফিরাইয়। সবিস্ময়ে ওয়াকারের মুখের দিকে চাহিল ; তাহার পর অপ্রসন্ন ভাবে বলিল, “মহাশয়ের ভুল হইয়াছে ; আমাকে আপনি অন্ত লোক মনে করিয়াছেন !” ওয়াকার বলিল, “না, মানুষ চিনিতে আমার ভুল হয় না । গতবার যখন তোমাকে দেখিয়াছিলাম তখন তুমি পেন্‌টনভিলে ছিলে ।