পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 পীতাতঙ্কের প্রতিকার তুমি আমাকে চিনিতে পারিতেছ না ? আশ্চৰ্য্য বটে ! আমি ইনস্পেক্টর ওয়াকার ।” লোকটী বিদ্রুপের স্বরে বলিল, “ওঃ, আপনি ওয়াকার ? হুঁ, তাহা হইলে আপনাকে চিনিয়াছি। কাহার সাধ্য আপনাকে ভুলিতে পারে ? আপনি কি আমাকে নিশ্চিন্ত মনে বাস করিতে দিবেন না ? সে রকম সুযোগ দেওয়াতে কি কোন দোষ আছে ? আমি বহুদিন হইতে সাধুভাবে জীবন যাপন করিতেছি । আমার আশা ছিল আর আমাকে পুলিশের মুনজরে পড়িতে হইবে না, পুলিশের কবলে পড়িয়া আর কখন নিগ্রহ ভোগ করিতে হইবে না ; কিন্তু দেখিতেছি ‘কম্‌লি ছোড় তা নেহি’ !” ওয়াকার কিঞ্চিৎ নরম হইয়া বলিল, “আমাদের স্বভাবই যে ঐ রকম ! পুরাতন প্রেম ভুলিতে পারি না। এখন তুমি করিতেছ কি ? তোমার জীবনস্মৃতি লিখিতেছ, ন মুরগীর চাষ করিতেছ?” লোকটি মাথ নাড়িয়া বলিল, “ও সকলের কিছুই করিতেছি না। আমি কিছু টাকা পাইয়াছি ; তাহাতেই আমার দিনগুলি কোনও রকমে চলিয়া যাইতেছে। টাকা যে খুব বেশী পাইয়াছি তা নয় ; তবে মোট খাওয়া-পরার পক্ষে তাহাই যথেষ্ট বটে।” ( sufficient for my modest needs.) ওয়াকার বলিল, “টাকাগুলা বুঝি তোমার সেই কাকা–স্থিনি অষ্ট্রেলিয়ায় ছিলেন, তিনিই তোমার জন্য রাখিয়। গিয়াছেন ? যাই। হউক, অনেক দিন পরে দেখা, কিন্তু এখন ত সময় নাই ; এক দিন তোমার বাসায় গিয়া তোমার সঙ্গে দেখা করিব । তোমার ঠিকানাট এখন দিতে না পার ত অবসর মত আমাকে লিথিয়া পঠাইও ।”