পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8& পীতাতঙ্কের প্রতিকার তাহার জন্য দশ লক্ষ পাউণ্ড ব্যাঙ্কে রাখিয়। গিয়াছেন । সেই টাকার সে মুরগীর চাষ আরম্ভ করিয়াছে , তদ্ভিন্ন সে নিজের জীবনস্মৃতি লিখিতেছে । সে কি এখন যে সে লোক ?” ডি ডি বলিলেন, “তাহা হইলে এখন তাহার হাতে বিস্তর কায ; কিন্তু অবসর কাল সে কি ভাবে কাটায়, তাহার কিছু জানিতে পারিয়াছ কি ?” ওয়াকার বলিল, “সে অবসর কাল কি ভাবে কাটায় ?—সে এখন সবুজ ত্রিভুঞ্জ সম্প্রদায়ের গণ্য মান্য সভ্য, এই সম্প্রদায়ের কার্য্যনিৰ্ব্বাহক মমিতির অন্যতম,সুদস্ত ত বটেই ; স্বতরাং সে তাহার অবপর কাল কিভাবে কাটায় তাহ অনুমান করা ত বিন্দুমাত্র কঠিন নহে।” ডি ডি উত্তেজিত স্বরে বলিলেন, “কি সৰ্ব্বনাশ ! এ সকল সংবাদ জানিয়াও তুমি তাহাকে আটক করিলে না ? কেন তাহাকে যাইতে দিলে ? তুমি এ সকল খবর কোথায় পাইলে তাহা জানি না ; কিন্তু তাহাকে হাতে পাইয়া ছাড়িয়া দেওয়া অত্যন্ত অন্তায় হইয়াছে।” ওয়াকার বলিল, “কি করিয়া বলি । অন্যায় হইয়াছে ? তাহার বিরুদ্ধে প্রমাণ কোথায় ? না, আমি কোন প্রমাণ সংগ্ৰহ করিতে পারি নাই । এ দেশে কি সে রকম কোন অডিনান্স জারি হইয়াছে যে, কেবল সন্দেহের বশে তাহাকে গ্রেপ্তার করিব ? যাহাকে ধরিয়া বিনা প্রমাণে জেলে পুরিতে পারিব না—তাহাকে আটক করিয়া কি লাভ ? সে যদি বুঝিত তাহাকে মুঠায় পুরিতে পারিব—তাহা হইলে সে কি এ রকম সম্রাস্ত হোটেলে আসিয়া নিঃশঙ্কচিত্তে পান ভোজন করিত ? ডিভটু সম্বন্ধে আমি যে সকল কথা জানি তাহ সমস্তই আপনাকে বলিলে আপনি আমাকে পাগলা-গারদে পাঠাইবার ব্যবস্থা করিতেন। আমি সৌভাগ্যক্রমে অজি উহা কে চিনিতে পারিয়াছি ;