পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার 8> হো-টিং তাহাকে অভিবাদন করিয়া বলিল, “পরমেশ্বরের আশীৰ্ব্বাদে বাবা ভালই আছেন, তবে তাহার একটি কন্য। ভূমিষ্ঠ ওয়ায় তিনি মৰ্ম্মাহত হইয়াছেন। সেই শূকর-শাবকটাই তাহার নিঃক্ষোতের কারণ ৷” হো-টিং একখানি পাতলা কাগজ দল। পাকাইয়! ওয়াকারের ২াতে দিয় তাহার নিকট বিদায় গ্রহণ করিল ; সেই কাগজপানি সম্বন্ধে সে তাহাকে কোন কথা বলিল না । সে প্রস্থান করিলে ওয়াকার আফিস-ঘরে গিয়া সেই কাগজখানি নিঃশব্দে পাঠ করিল ; তাহার পর সে অগ্নিকুণ্ডের অগ্নিতে তাহ দগ্ধ করিল। অগ্নিকুণ্ডের অগ্নি প্রায় নিবিয়া আসিয়াছিল দেখিয়া ওয়াকার উঠিয়া-তাইশতে, আরও কিছু কয়লা দিল । সেই সময় বাতায়ন-পথে সে পথের দিকে চাহিয়৷ একজন লোককে পথ দিয়া দৌড়াইয়। যাইতে দেখিল । সে জানালার উপর ঝুঁকিয়া পড়িয়া ভাঙ্গা কাচের ঝন-ঝন শব্দ শুনিতে পাইল, এবং নীচে চাহিয়া আরও দুইজন লোককে দ্রুতবেগে পলায়ন করিতে দেখিল । O ইয়ার্ডের আঙ্গিনার অদূরে একটি সঙ্কীর্ণ গলি ছিল। একজন ডিটেক্‌টিভ ওয়াকারের আদেশে দুই দিন পূৰ্ব্ব হইতে তাহার ও সহকারী কমিশনারের আফিসের বাতায়ন-পথ লক্ষ্য করিতেছিল । ওয়াকার সেই স্থান হইতে সেই ডিটেক্টিভের দিকে চাহিয় তাহার প্রাণহীন দেহ পথের সেই অংশে লুটাইতে দেখিল ! একখানি ছুরী তাঁহার পিঠে আমূল বিদ্ধ হইয়াছিল। ওয়াকার তৎক্ষণাৎ ডি ডিকে এই সংবাদ জানাইলে জিনি ওয়াকারকে ও একদল ভ্ৰাম্যমান পুলিশ ফৌজকে সঙ্গে লইয়৷ তদন্তে বাহির হইলেন। অতঃপর মৃতদেহটি মড়িখানায় প্রেরিত হইলে