পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার Qo X আলোকে উদ্ভাসিত । হো-মিং নামক বিপ্লবী সম্প্রদায়ের অনেক কৰ্ম্মী সেই কক্ষে উপস্থিত ছিল । ডাক্তার লু তাহাদিগকে সম্বোধন করিয়া গম্ভীর স্বরে বলিল, “মাননীয় ভদ্রমহোদয়গণ, আমরা শোচনায় পরাজয়ের অভিজ্ঞতা লাভ করিয়াছি । ককেশিয় পুলিশের কোন কৰ্ম্মচারীকে হত্যা করিবার জন্য আমরা দুইবার চেষ্টা করিয়াছি ; কিন্তু একটি বারও আমাদের চেষ্টা সফল হইল না । আজ রাত্রে আপনাদিগকে এখানে গোপনে আহবান করিয়াছি কেন জানেন ? আপনাদিগকে এই চেষ্টায় বিরত হইতে অনুরোধ করাই আমার অভিপ্রেত। আমাদের দলস্থ সহকৰ্ম্মীগণের আক্রমণের প্রণালীতে বিন্দুমাত্র কৌশলের পরিচয় পাওয়া যায় না ; তাহ অত্যন্ত সাধারণ' এই জন্য আমরা যেরূপ কৌশলে এই জাতির উচ্চপদস্থ ব্যক্তিদের হত্যা করিতে সমর্থ হইয়াছি, অতঃপর সেইরূপ কৌশলই অবলম্বন করিব । তাহাই সৰ্ব্বশ্রেষ্ঠ উপায় । “আগামী মাসে যাহাদের মৃত্যু হইবে—আমরা তাহদের নামের একটি তালিকা প্রস্তুত করিয়াছি । আমরা যে কৌশলে উচ্চপদস্থ ব্যক্তিদের হত্যা করিয়াছি, সেই কৌশলে এই রাজ্যের দুইশত প্রধান ব্যক্তি • নিহত হইবে । এই কাৰ্য্য সংসাধিত হইলে আপনারা পুরষ্কার লাভ করিবেন । আপনারা কিরূপ বিপুল অর্থ-সম্পদ লাভ করিবেন—তাহা আপনাদের ধারণা করিবারও শক্তি নাই । আপনাদের মধ্যে যিনি এই কাৰ্য্যে যত অধিক সাহায্য করিবেন, তাহার পুরষ্কারও সেই পবিমাণে অধিক হইবে।” ডাক্তার লু নীরব হইয়া সমাগত সহযোগীগণের মুখের দিকে চাহিল ; উৎসাহে তাহার চক্ষু উজ্জল হইল। সে পুনর্বার উত্তেজিত স্বরে কম্পিত কণ্ঠে বলিতে লাগিল, “বুটনের বনিয়াদ পৰ্য্যস্ত কঁাপিয়া