পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার ○ ○ হইয়া পরিচালিত হয় ; কিন্তু যখন তাহারা ধরা পড়িয়া বিচারকের বিচারে বধ্য-ভূমিতে নীত হয়, তখন তাহাদের জননীর অশ্রুধারা, পত্নীর নয়নাসার, রাজপুরুষগণের চরণ-প্রক্ষালনের জন্য বৃথা প্রবাহিত হয় ; বিভীষিক-বাদের গুপ্ত প্রচারক ও উপদেষ্টার। তখন ত তাহাদের জীবন রক্ষায় অগ্রসর হয় না। অপরিণামদর্শী নিৰ্ব্বোধ গুপ্তঘাতকের তখন আর তাহীদের কোন সাড়া পায় না। পুথিবীর সকল দেশে সকল যুগেই এই শ্রেণীর বীর পুরুষ দেখিতে পাওয়া যায় । , প্রশংসাধ্বনি নীরব হইলে বক্তার দক্ষিণ পাশ্বস্থিত পল ধীরে ধীরে উঠিয়া দাড়াইল । সে কি কথা বলিতে উদ্যত হইয়ছিল, ঠিক কই সময়ে একজন চীনাম্যান দ্রুতবেগে সেই কক্ষে প্রবেশ করিল, সঙ্গে সঙ্গে সতর্কতাসূচক ঘণ্টাধ্বনি নিনাদিত হইল । আগন্তুক চীনাম্যানটা চিৎকার করিয়া বলিল, “পুলিশ ! পুলিশ আসিয়াছে !” সঙ্গে সঙ্গে সে দ্বার লক্ষ্য করিয়া পিস্তলের গুলী বর্ষণ করিল। ইনস্পেক্টর ওয়াকার সেই সময় দ্রুতবেগে সেই দ্বারের সম্মুখে আসিয়া পড়িয়াছিল। তাহাকে দেখিয়া বিপ্লববাদীরা সেই কক্ষের আলোগুলি নিৰ্ব্বাপিত করিয়াও নিরাপদে পলায়ন করিতে পারিল না । ওয়াকার এরূপ কৌশলে তাহাদিগকে গ্রেপ্তার করিল যে, চারি মিনিটের মধ্যেই তাহাদিগকে শৃঙ্খলিত হইতে হইল । অতঃপর ওয়াকার সেই বিগ্লী চীনাম্যানগুলাকে দেওয়ালের নিকট শ্রেণীবদ্ধভাবে দাঁড়-করাইয়া রাখিল। সেই দলে যে সকল বিপ্লববাদী চীনমান ছিল, তাহাদের সংখ্যা বার জনের অধিক নহে ; কিন্তু এরূপ ক্ষেত্রে চিরদিনই যাহা ঘটিয়া আসিতেছে তাহাই ঘটিল। পালের গোদা ধরা পড়িল না—ডাক্তার লু ও তাহার প্রধান সহযোগী পলের সন্ধান মিলিল না।