পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার (*@: ছুড়িয়াছিলাম, কিন্তু তাহাতে সে আহত হইয়াছে কি না জানিতে পারি নাই ।” ওয়াকার রুসিয়ান পলের মুখের দিকে চাহিয়া কনষ্টেবলদের বলিল, “আমিই ইহাকে সঙ্গে লইয়া যাইব ; তোমা অন্য সকলকে লইয় যাও । আশা করি আমি শীঘ্রই সবুজ ত্রিভুজ নামক বিপ্লববাদীদের সম্বন্ধে অনেক গুপ্ত সংবাদ সংগ্ৰহ করিতে পারিব । বিভীষিকাবাদের অস্তিত্ব বিলুপ্ত করাই আমার সর্বপ্রথম কৰ্ত্তব্য । পুলিশ-প্রহরীর বন্দীদের লইয়া সেই অট্টালিকা ত্যাগ কমিক্স। তাহারা যখন স্কটুল্যাণ্ড ইয়ার্ডে ফিরিয়া আসিল তখন এন্ত্রি দশটা ৷ পলকে একটি নির্জন কক্ষে আবদ্ধ করা হইল ; ওয়াকার তাহার পরিচ্ছদ থানাতল্লাস করিয়া তিনজন সশস্ত্র প্রহরীকে সেই কুক্ষের-পাহারায় নিযুক্ত করিল। ইনস্পেক্টর ওয়াকার রাত্রি বারোটার সময়" সেই কক্ষে প্রবেশ করিয়া দেখিল—রুসিয়ানটার, মুখ তপন ভয়ে বিবর্ণ হইয়াছিল, এবং সে প্রাণভয়ে কঁাপিতেছিল । ওয়8কার পলকে বলিল, “তোমার পরিচ্ছদ খুলিয়া রাথ ।” পল এই প্রস্তাবে অসম্মত হইলে ওয়াকার ক্রোধে হুঙ্কার দিল ; অগত্যা পলকে তাহার গাত্রবস্ত্রাদি খুলিতে হইল। ওয়াকার পকেট হইতে একটি পার্শেল বাহির করিয়া পলকে বলিল, “এই পরিচ্ছদগুলি পরিধান কর ।” সেই পাশেলে এক জোড়া পায়জামা ও পাতলা রেশমী ফতুয়া ছিল । পল তাহ। পরিধান করিলে ওয়াকার তাহার পরিত্যক্ত পরিচ্ছদ দ্বারা একটি পুটলি বাধিল ; তাহার পর তাহা হাতে লইয়া পলকে বলিল, "আমার আগে আগে চল । তোমার পিঠে একটা ঠাণ্ডা জিনিসের