পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©Ꮼ পীতাতঙ্কের প্রতিকার স্পর্শস্থখ অনুভব করিবে-তাহা পিস্তলের নল। যদি তুমি পলায়নের চেষ্টা কর—সেই মুহূৰ্ত্তেই তোমাকে গুলী করিব .” পল প্রহরী-বেষ্টিত হইয়া এই ভাবে ওয়াকারের কামরায় নীত হইল । তখন সেই কক্ষ উজ্জল দীপালোকে উদ্ভাসিত । অগ্নিকুণ্ডে আগুন গনগন করিতেছিল ; বাতায়নের পর্দাগুলিও প্রসারিত ছিল । সেই কক্ষে তখন যে তিন জন লোক উপস্থিত ছিলেন র্তাহীদের মধ্যে পল কেবল পিয়ারসূলুকেই চিনিত । • ওয়াকার সেই কক্ষের দ্বার রুদ্ধ করিয়া পলকে বলিল, “তুমি এখন বসিতে পার-সিয়া আরাম উপভোগ কর।” ওয়াকার অপেক্ষাকৃত উচ্চৈঃস্বরে ডাকিল, “জোন্স !” কেরানী কন্‌ষ্টেবল জোন্স অন্য একটি কক্ষ হইতে সেই কক্ষে প্রবেশ করিল । - ওয়াকার জোন্সকে বলিল, “ঐ দরজার বাহিরে তুমি পাহারায় থাকো ; আমার আদেশ না পাইলে তুমি ঐ স্থান হইতে নড়িবে না । এই কক্ষে কাহাকেও, এমন কি, আমাদের কোন কৰ্ম্মচারীকেও প্রবেশ করিতে দিবে না ; এই কক্ষে যে সকল কথা হইবে তাহ ফেন কেহ বাহিরে দাড়াইয়া শুনিতে ন পায় —আমার কথা বুঝিতে পারিয়াছ ?” জোন্স গম্ভীর ভাবে বলিল, “হা, তাহাই হইবে।”—সে দ্বারের বাহিরে (히키 1 o ডি ডি মুখভঙ্গি করিয়া বলিলেন, “উহার এ রকম পরিচ্ছদ কেন ?” ওয়াকার বলিল, “সতর্কতা অবলম্বনের জন্য । তবে এ কথাও সত্য যে, দেহে যথাযোগ্য পরিচ্ছদ না থাকিলেও কোন সুযোগে পলায়ন করিলে আসামীকে ধরা পড়িতে হয়।”