পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 পীতাতঙ্কের প্রতিকার আব-হাওয়া চিরদিনই আমাদের অসহ । আপনি ছুটী লইয়া যেদিন লণ্ডন ত্যাগ করেন—সেই দিন হইতেই ঐ কাগজগুলি চারি দিকে বিলি হইতে আরম্ভ হইয়াছিল।” ডি ডি বলিলেন, “বটে । তাহা হইলে বল মাসাধিক কাল হইতে ইহার প্রচার চলিতেছে ?” ওয়াকার বলিল, “কেবল কি তাহাই ? সমগ্র লণ্ডন ঐ ‘সবুজ ত্রিভুজ লইয়। পাগল ! গত দুই সপ্তাহ হইতে লণ্ডনের প্রত্যেক সংবাদপত্রের এক পৃষ্ঠা পূর্ণ করিয়া এই ত্রিভুজের বিজ্ঞাপন প্রকাশিত হইতেছে । আপদি ছুটী লইয়। স্থানান্তরে যাওয়ায় কোন কথা জানিতে পারেন নাই, কিন্তু আপনার লণ্ডন-ত্যাগের পর বোধ হয় এইরূপ বিজ্ঞাপন কুড়ি লক্ষ প্রচারিত হইয়াছে ! সিনেমার চলচ্চিত্রের পটে সবুজ ত্রিভুজের চিত্র প্রদর্শিত হইতেছে । এরোপ্লেনে সবুজ ত্রিভুজের চিত্র আকাশে উড়িতেছে। নাচের মজলিসে সবুজ ত্রিভুজ । স্কেটিংক্লাবে সবুজ ত্রিভুজ বিস্ময়ের বিষয় এই যে, সিগারেট, স্যাগু-উইচের পর্য্যস্ত নাম হইয়াছে—সবুজ ত্রিভুজ ! সেদিন এক বোতল ‘সবুজ ত্রিভুজ মদ’ দেখিলাম ; গত সপ্তাহে লেডি মোনা কারষ্টেয়াস তাহার শিশু কন্যাটির নামকরণ করিয়াছেন—সবুজ ত্রিভুজ ! আমার বিশ্বাস, লণ্ডন ও ইহার সন্নিহিত জেলা সমুহের প্রায় সত্তর লক্ষ অধিবাসী সবুজ ত্রিভুজের প্রকৃত অর্থ জানিবার জন্ত ব্যাকুল ।” ডি ডি বলিলেন, “কিন্তু ইহার প্রকৃত অর্থ কি ?” ." ওয়াকার মাথা নাড়িয় বলি, “আমি তাহ জানিতে পারি নাই ; কি করিয়া আপনার প্রশ্নের উত্তর দিই ?—আমার বিশ্বাস, কেহই ইহার প্রকৃত অর্থ ধারণা করিতে পারে নাই ; সম্ভবতঃ ইহার কোন দুর্ভেদ্য গভীর ཧ་རྒྱུས།:ཟ ། গত তিন সপ্তাহ হইতে আমাদের পঞ্চাশ ।