পাতা:পীতাতঙ্কের প্রতিকার.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পীতাতঙ্কের প্রতিকার や2) পল উঠিয়া বসিবার চেষ্টা করিতেছিল ; কিন্তু সে মূচ্ছিত হইয়। পুনৰ্ব্বার ঢলিয়া পড়িল । ওয়াকার বলিল, “মুষ্টিযোগটা বোধ হয় একটু তীব্র হইয়াছিল ; অতটা হজম করিতে পারিল না। উহার মাথায় খানিক জল ঢালুন ।” ডি ডি পলের মস্তকে জল সিঞ্চন করিতে লাগিলেন ; তাহার পর তিনি বলিলেন, “আমার বিশ্বাস, কাল ভিন্ন আজ আর উহার মুখ হইতে অধিক কথা বাহির করিতে পারিবে না । উহাকে গারদে লইয়। যাও ; উহার চেতন হইলে আমরা উহার লিখিত জবাব লইব ।” ওয়াকার অনিচ্ছার সহিত বলিল, “বেশ, তাহাই হইবে । আপনার আদেশে আমার আপত্তি নাই ; কিন্তু উহাকে আমার দুই একটা কথা বলিবার আছে। ওয়েবার তাহার কিছু কিছু জানেন । যদি আপনারা বাহিরে যান তাহ হইলে জোন্সকে বাহিরের দরজায় তাল। বন্ধ করিতে বলিবেন ; সে সেখানে পাহারায় অাছে।’ ডি ডি এবং মেজর প্রস্থান করিলে জোন্স পুনৰ্ব্বার দ্বার পূর্ববৎ বন্ধ করিয়া দ্বারের চাবিট। চৌকাঠের তলা দিয়া ঘরের ভিতর ফেলিয়া দিল । মেঞ্জর ও ডি ডি জোন্সের নিকট বিদায় লইয়। প্রস্থান করিলেন । ডি ডি শিয দিতে দিতে চলিলেন ।